হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মরিচখেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মো. ওসমান গণি (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে উপজেলার মাধবপুর গ্রামে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওসমান গণি মাদবপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে। আটক ব্যক্তি হলেন একই গ্রামের হোসেন মিয়ার ছেলে মহিউদ্দিন।
বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’
স্থানীয় বাসিন্দা শান্তি বেগম বলেন, ‘আজ সকালে ওসমান গণি চাচার মুরগি মহিউদ্দিনের মরিচখেতে যায়। এ নিয়ে ওসমান চাচার বাড়িতে এসে অনেক বকাঝকা করেন মহিউদ্দিন। এরই একপর্যায়ে ওসমান চাচাকে কিলঘুষি মারতে থাকেন তিনি। এ সময় মহিউদ্দিনের পরিবারের অন্য সদস্যরাও এসে ওসমান চাচাকে মারতে থাকেন। আমি ছোটাতে গেলে আমাকে তাঁরা কিল-ঘুষি মারেন এবং টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেন।’
নিহতের ছোটভাই ইউনুছ মিয়া বলেন, ‘জায়গা-জমি নিয়ে অনেক আগে থেকেই আমার ভাইয়ের সঙ্গে মহিউদ্দিনদের শত্রুতা আছে। আজ বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে তাঁরা ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে কিছুক্ষণ পরেই ওসমান ভাই মারা যান।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা মহিউদ্দিনকে আটক করে থানায় আনি। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনেরা। মামলার প্রক্রিয়া চলছে।’
কুমিল্লার হোমনায় মরিচখেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মো. ওসমান গণি (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে উপজেলার মাধবপুর গ্রামে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওসমান গণি মাদবপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে। আটক ব্যক্তি হলেন একই গ্রামের হোসেন মিয়ার ছেলে মহিউদ্দিন।
বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’
স্থানীয় বাসিন্দা শান্তি বেগম বলেন, ‘আজ সকালে ওসমান গণি চাচার মুরগি মহিউদ্দিনের মরিচখেতে যায়। এ নিয়ে ওসমান চাচার বাড়িতে এসে অনেক বকাঝকা করেন মহিউদ্দিন। এরই একপর্যায়ে ওসমান চাচাকে কিলঘুষি মারতে থাকেন তিনি। এ সময় মহিউদ্দিনের পরিবারের অন্য সদস্যরাও এসে ওসমান চাচাকে মারতে থাকেন। আমি ছোটাতে গেলে আমাকে তাঁরা কিল-ঘুষি মারেন এবং টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেন।’
নিহতের ছোটভাই ইউনুছ মিয়া বলেন, ‘জায়গা-জমি নিয়ে অনেক আগে থেকেই আমার ভাইয়ের সঙ্গে মহিউদ্দিনদের শত্রুতা আছে। আজ বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে তাঁরা ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে কিছুক্ষণ পরেই ওসমান ভাই মারা যান।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা মহিউদ্দিনকে আটক করে থানায় আনি। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনেরা। মামলার প্রক্রিয়া চলছে।’
ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
২৫ মিনিট আগেমিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
১ ঘণ্টা আগে