সাইফুল আলম তুহিন, ত্রিশাল (ময়মনসিংহ)
ত্রিশাল পৌর শহর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়া যানজট ক্রমেই তীব্র হচ্ছে। মাত্র এক কিলোমিটারেরও কম পথে যানজটের কারণে রাস্তায় বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাত্রাতিরিক্ত হর্নের যন্ত্রণা। যানজট ও শব্দদূষণে নাকাল ত্রিশালের বাসিন্দারা এর থেকে পরিত্রাণ পেতে আশু পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিশাল পৌর শহরের মধ্য দিয়ে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। চার লেনের এই সড়কটি অত্যন্ত ব্যস্ত। পৌর শহরের এই মহাসড়কের দরিরামপুর বাসস্ট্যান্ড মোড়ে সকাল থেকে লেগে থাকে যানজট। থ্রি হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ হলেও তা দখল করে রাখছে মহাসড়ক। ফলে তীব্র হচ্ছে যানজট।
কলেজছাত্র তানভীর মাহতাজ বলেন, ‘তীব্র যানজট ও অসহনীয় হর্নের শব্দে রাস্তায় চলাচল দায় হয়ে পড়েছে। যানজটে পড়ে প্রায় আধা ঘণ্টা রিকশায় আছি। নিয়মিত এমন দূষণের শিকার হলে বিভিন্ন সমস্যা দেখা দেবে। প্রশাসন কোনো জোরালো ভূমিকা নিচ্ছে না। এটি খুবই দুঃখজনক।’
মোটরসাইকেল চালক হিমেল বলেন, ‘পৌরসভার মূল সড়ক থেকে মহাসড়কে ওঠার মোড়ে অবৈধ সিএনজি, থ্রি হুইলার, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে মহাসড়ক সংকীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সাবধানে চলাচল করতে হয় আমাদের।’
জানা গেছে, দরিরামপুর মোড়ে এসব নিষিদ্ধ পরিবহন যত্রতত্র দাঁড় করে রেখে তোলা হচ্ছে যাত্রী। মোড়টি যেন থ্রি হুইলার এবং অটোরিকশা স্ট্যান্ডে রূপান্তরিত হয়েছে। এসব গাড়ির কারণে যানজট লেগে থাকায় অন্য গাড়ি লাগাতার হর্ন দেয়। ফলে শব্দ দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে।
অপরদিকে পৌর শহরে প্রবেশের মূল সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কেও সকাল থেকে লেগে থাকে অসহনীয় যানজট। থানা, ভূমি অফিস, উপজেলা পরিষদ, পৌরসভা, পৌর মার্কেট, শপিংমল, বাজার, গরুর হাটে যেতে মানুষ এই সড়ক ব্যবহার করেন। এ ছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় খোলা থাকলে বিপুলসংখ্যক শিক্ষার্থী এটি দিয়ে যাতায়াত করেন। কিন্তু পণ্যবাহী ট্রাক চলাচল করায় এই সড়কেও লেগে থাকে যানজট। সঙ্গে হর্নের শব্দে ত্যক্ত-বিরক্ত পৌর এলাকার মানুষ।
এ বিষয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক উমর ফারুক বলেন, ‘কিছুদিন আগে ভারী যানবাহন পৌর শহরের মূল সড়কে নির্দিষ্ট সময় পর্যন্ত ঢুকতে পারত না। তখন যানজটে পড়তে হতো না। কিছুদিনের জন্য নিয়ম কার্যকর থাকলেও আবার অকার্যকর হয়ে পড়েছে। বেশি যানজট থাকায় আমাদেরও হর্নও বাজাতে হয়।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহির আনজুম বলেন, ‘শব্দদূষণ শিশু ও হৃদরোগীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। অতিমাত্রায় হাইড্রোলিক হর্নের ব্যবহার আর বিকট শব্দে মাথাব্যথা ও শ্রবণশক্তি লোপসহ স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এতে শিশুদের মধ্যে ভীতি দেখা দেয়, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। একটানা শব্দ দূষণের শিকার হলে বৃদ্ধ বয়সে বধির হওয়ার সম্ভাবনা থাকে।’
পৌরসভার প্যানেল মেয়র রাশিদুল হাসান বিপ্লব বলেন, ‘পৌর এলাকায় গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ায় যানজট একটু বেশি। শব্দ দূষণও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার হর্ন বেশি তীক্ষ্ণ। উপজেলা প্রশাসন ও মেয়রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘পৌর শহরের যানজট নিরসনে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। করোনার প্রভাবের কারণে তা বাস্তবায়ন করা যায়নি। ওসির সঙ্গে কথা বলে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। শব্দ দূষণ অতিরিক্ত মাত্রায় পৌঁছার কারণ অটোরিকশার চালকেরা আইন সম্পর্কে তেমন অবগত নন।’ এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
ত্রিশাল পৌর শহর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়া যানজট ক্রমেই তীব্র হচ্ছে। মাত্র এক কিলোমিটারেরও কম পথে যানজটের কারণে রাস্তায় বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাত্রাতিরিক্ত হর্নের যন্ত্রণা। যানজট ও শব্দদূষণে নাকাল ত্রিশালের বাসিন্দারা এর থেকে পরিত্রাণ পেতে আশু পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিশাল পৌর শহরের মধ্য দিয়ে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। চার লেনের এই সড়কটি অত্যন্ত ব্যস্ত। পৌর শহরের এই মহাসড়কের দরিরামপুর বাসস্ট্যান্ড মোড়ে সকাল থেকে লেগে থাকে যানজট। থ্রি হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ হলেও তা দখল করে রাখছে মহাসড়ক। ফলে তীব্র হচ্ছে যানজট।
কলেজছাত্র তানভীর মাহতাজ বলেন, ‘তীব্র যানজট ও অসহনীয় হর্নের শব্দে রাস্তায় চলাচল দায় হয়ে পড়েছে। যানজটে পড়ে প্রায় আধা ঘণ্টা রিকশায় আছি। নিয়মিত এমন দূষণের শিকার হলে বিভিন্ন সমস্যা দেখা দেবে। প্রশাসন কোনো জোরালো ভূমিকা নিচ্ছে না। এটি খুবই দুঃখজনক।’
মোটরসাইকেল চালক হিমেল বলেন, ‘পৌরসভার মূল সড়ক থেকে মহাসড়কে ওঠার মোড়ে অবৈধ সিএনজি, থ্রি হুইলার, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে মহাসড়ক সংকীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সাবধানে চলাচল করতে হয় আমাদের।’
জানা গেছে, দরিরামপুর মোড়ে এসব নিষিদ্ধ পরিবহন যত্রতত্র দাঁড় করে রেখে তোলা হচ্ছে যাত্রী। মোড়টি যেন থ্রি হুইলার এবং অটোরিকশা স্ট্যান্ডে রূপান্তরিত হয়েছে। এসব গাড়ির কারণে যানজট লেগে থাকায় অন্য গাড়ি লাগাতার হর্ন দেয়। ফলে শব্দ দূষণের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে।
অপরদিকে পৌর শহরে প্রবেশের মূল সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কেও সকাল থেকে লেগে থাকে অসহনীয় যানজট। থানা, ভূমি অফিস, উপজেলা পরিষদ, পৌরসভা, পৌর মার্কেট, শপিংমল, বাজার, গরুর হাটে যেতে মানুষ এই সড়ক ব্যবহার করেন। এ ছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় খোলা থাকলে বিপুলসংখ্যক শিক্ষার্থী এটি দিয়ে যাতায়াত করেন। কিন্তু পণ্যবাহী ট্রাক চলাচল করায় এই সড়কেও লেগে থাকে যানজট। সঙ্গে হর্নের শব্দে ত্যক্ত-বিরক্ত পৌর এলাকার মানুষ।
এ বিষয়ে সিএনজিচালিত অটোরিকশাচালক উমর ফারুক বলেন, ‘কিছুদিন আগে ভারী যানবাহন পৌর শহরের মূল সড়কে নির্দিষ্ট সময় পর্যন্ত ঢুকতে পারত না। তখন যানজটে পড়তে হতো না। কিছুদিনের জন্য নিয়ম কার্যকর থাকলেও আবার অকার্যকর হয়ে পড়েছে। বেশি যানজট থাকায় আমাদেরও হর্নও বাজাতে হয়।’
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহির আনজুম বলেন, ‘শব্দদূষণ শিশু ও হৃদরোগীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। অতিমাত্রায় হাইড্রোলিক হর্নের ব্যবহার আর বিকট শব্দে মাথাব্যথা ও শ্রবণশক্তি লোপসহ স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এতে শিশুদের মধ্যে ভীতি দেখা দেয়, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। একটানা শব্দ দূষণের শিকার হলে বৃদ্ধ বয়সে বধির হওয়ার সম্ভাবনা থাকে।’
পৌরসভার প্যানেল মেয়র রাশিদুল হাসান বিপ্লব বলেন, ‘পৌর এলাকায় গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ায় যানজট একটু বেশি। শব্দ দূষণও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশার হর্ন বেশি তীক্ষ্ণ। উপজেলা প্রশাসন ও মেয়রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘পৌর শহরের যানজট নিরসনে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। করোনার প্রভাবের কারণে তা বাস্তবায়ন করা যায়নি। ওসির সঙ্গে কথা বলে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। শব্দ দূষণ অতিরিক্ত মাত্রায় পৌঁছার কারণ অটোরিকশার চালকেরা আইন সম্পর্কে তেমন অবগত নন।’ এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।
ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতার বাংলাদেশে সব পরিষেবা আটকে দেওয়ার হুমকির পরও স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত...
১১ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৯ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
১০ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে