Ajker Patrika

পর্নোগ্রাফি আইনে মামলা: আসামিকে জামিন না দিয়ে পুলিশে দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৪, ১৯: ১৩
পর্নোগ্রাফি আইনে মামলা: আসামিকে জামিন না দিয়ে পুলিশে দিলেন হাইকোর্ট

পর্নোগ্রাফি আইনের মামলার আসামি পলাশ মিয়াকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো.আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে আসামিকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করতে। 

ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম মাসূদ রুমি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি পক্ষের আইনজীবী মামলাটি নটপ্রেস করতে চেয়েছিলেন। তবে আদালত সে আবেদন নামঞ্জুর করে বলেছেন, এ ধরনের অপরাধীদের ছেড়ে দিলে সমাজে ভিন্ন বার্তা যাবে। আমরা বার্তা দিতে চাই এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না।’ 

এর আগে গত বছরের ২০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর মা। মামলায় বলা হয়, আসামির সঙ্গে তার মেয়ের পূর্ব পরিচয় ছিল। ওই সময় তার মেয়ের অজ্ঞাতসারে পর্ণ ছবি তুলে তা একাধিক আইডি থেকে ফেসবুকে প্রচার করে এবং স্বজনদের কাছে পাঠিয়ে সামাজিকভাবে হেয় করে। মেয়েকে বিয়ে দিলে তার স্বামীকে এসব ছবি দেখিয়ে সংসার না করতে চাপ দেয়। 

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা ওই মামলায় পলাশ মিয়া (২৬) ও হৃদয় চৌধুরীর (২৭) নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়। ওই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন পলাশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত