তাবলিগ জামাতের সাদ অনুসারীদের বিরুদ্ধে জুবায়ের অনুসারীর মামলা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা। ছবি: সংগৃহীত

তাবলিগ জামাতের বাংলাদেশের মাওলানা জুবায়ের অনুসারীদের করা পাঁচ দিনের জোড় ইজতেমা শেষ হয় গত ৩ ডিসেম্বর। এরপর গত কয়েক দিন ধরে চলছিল পাল্টাপাল্টি অবস্থান। ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের জোড় ইজতেমা আগামী ২০ ডিসেম্বর আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে বিরোধের জেরে সাদ অনুসারীদের শীর্ষ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গতকাল রোববার গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন জুবায়ের অনুসারী মোহাম্মদ হোসেন।

আজ সোমবার বিকেলে শুরায়ে নিজামের (জুবায়ের অনুসারী) গণমাধ্যম সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

মামলার আসামিরা হচ্ছেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম (৭০), মাওলানা আব্দুল্লাহ মনসুর (৫৫), মাওলানা মোয়াজ বিন নূর (৪০), মাওলানা জিয়া বিন কাসেম (৪৫), মুফতি আজিমুদ্দিন (৪৫), মুফতি ওসামা ইসলাম (৪২), মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ (৪৫), মুফতি সফীউল্লাহ (৪৫), মাওলানা আনাস (৪৫), হাজী বসির শিকদার (৫৫), মোহাম্মদ মনির হোসেন তুষার ওরফে হাজী মনির (৪০), ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ (৭০), রেজা আরিফ (৫২), আতাউর রহমান (৫০) ও ফরিদ (৪৫)।

এজাহারে বলা হয়েছে, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করায়, হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির করার অভিযোগ আনা হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে শুরায়ে নেজাম ২০১৮ সালে ইজতেমায় দুই মুসল্লি নিহতের ঘটনায় সাদ অনুসারীদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় সাদ অনুসারীরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদ অনুসারীদের ৫ জন আহত হন। এই ঘটনায় সাদ অনুসারীরা ৩৪ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় জুবায়ের অনুসারীদের ৩৪ জনের নামে গত ১৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, দুই পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত