ঢাবি প্রতিনিধি
বন্যাকবলিত এলাকায় প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য খাবার রান্নার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা রান্না কর্মসূচির কথা বলেছি। জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য রান্না করার পরিকল্পনা হাতে নিয়েছি, এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। দেশবাসীকে বলব, আপনারা জামা-কাপড় না দিয়ে এই মুহূর্তে আমাদের খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে দেবেন।’
আবু বাকের মজুমদার আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে সকল মানুষের সহায়তায় ২৫ হাজার পরিবারের জন্য প্যাকেজিং করা হচ্ছে। প্রতিনিয়ত আমরা ২৫ হাজার পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। বন্যাকবলিত এলাকার যে চাহিদা সে অনুযায়ী আমাদের জোগান অনেক কম। আমরা নিয়মিত ত্রাণ পাঠাচ্ছি। সব এলাকায় যদি আমরা ত্রাণ পাঠাতে চাই, তাতে আমাদের ২০ দিনের মতো সময় লাগবে।’
দেশবাসীকে ত্রাণ পাঠানোর অনুরোধ জানিয়ে বাকের বলেন, ‘নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া সকল ধরনের হিসাব আমরা রাখছি এবং সেগুলো নিয়মিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘টিএসসি, ডাকসু ক্যাফেটেরিয়া ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। আজকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৮৫ লাখ ৬৮ হাজার।
আরেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘রোববার বিকেল ৫টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ২০ টির বেশি ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুর এলাকায় পৌঁছেছে।’
বন্যাকবলিত এলাকায় প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য খাবার রান্নার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা রান্না কর্মসূচির কথা বলেছি। জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। প্রতিদিন ৮ লাখ মানুষের জন্য রান্না করার পরিকল্পনা হাতে নিয়েছি, এ কাজে সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে। দেশবাসীকে বলব, আপনারা জামা-কাপড় না দিয়ে এই মুহূর্তে আমাদের খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে দেবেন।’
আবু বাকের মজুমদার আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে সকল মানুষের সহায়তায় ২৫ হাজার পরিবারের জন্য প্যাকেজিং করা হচ্ছে। প্রতিনিয়ত আমরা ২৫ হাজার পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। বন্যাকবলিত এলাকার যে চাহিদা সে অনুযায়ী আমাদের জোগান অনেক কম। আমরা নিয়মিত ত্রাণ পাঠাচ্ছি। সব এলাকায় যদি আমরা ত্রাণ পাঠাতে চাই, তাতে আমাদের ২০ দিনের মতো সময় লাগবে।’
দেশবাসীকে ত্রাণ পাঠানোর অনুরোধ জানিয়ে বাকের বলেন, ‘নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া সকল ধরনের হিসাব আমরা রাখছি এবং সেগুলো নিয়মিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘টিএসসি, ডাকসু ক্যাফেটেরিয়া ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। আজকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৮৫ লাখ ৬৮ হাজার।
আরেক সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, ‘রোববার বিকেল ৫টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ২০ টির বেশি ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুর এলাকায় পৌঁছেছে।’
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
৬ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
৩৮ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগে