নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জমি কেনার নামে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, এই দম্পতি জমি বিক্রেতা বা মধ্যস্থতাকারীদের আলোচনার জন্য ডেকে বাসায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।
বিল্লাল নামে এক ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মিরপুরের পাইকপাড়া থেকে মো. আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২) নামে এই দুজনকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই দম্পতি জমি কিনবে বলে জমির বিক্রেতা বা মধ্যস্থতাকারীকে বাসায় ডেকে নেন। এরপর জিম্মি, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। এর আগেও তাঁরা একবার একইভাবে প্রতারণা করে গ্রেপ্তার হয়েছিল।’
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল হালিম জমি কিনতে চাইলে বিল্লাল তাকে সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান। জমি পছন্দ হয়েছে জানিয়ে বলেন, আনুষ্ঠানিকতা সারতে ঢাকার মিরপুরে মূল ক্রেতার সঙ্গে বসতে হবে। এরপর স্ত্রী ইয়াসমিনকে ক্রেতা সাজিয়ে ফোনে তাঁর সঙ্গে বিল্লালের আলাপ করিয়ে দেন।
পরে ক্রেতার সঙ্গে দেখা করতে বিল্লালকে ঢাকার মিরপুরের এক বাসায় ডাকা হয়। সেখানে যাওয়ামাত্রই কিছু বুঝে ওঠার আগেই চার জন লোক বিল্লালকে মারধর করে তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাঁর বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
ওসি মোহম্মদ মহসীন বলেন, ‘এভাবে তাঁরা অপহরণ ও প্রতারণার সিন্ডিকেট গড়ে তুলেছেন।’
জমি কেনার নামে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক দম্পতি গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, এই দম্পতি জমি বিক্রেতা বা মধ্যস্থতাকারীদের আলোচনার জন্য ডেকে বাসায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।
বিল্লাল নামে এক ভুক্তভোগীর মামলার পর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মিরপুরের পাইকপাড়া থেকে মো. আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২) নামে এই দুজনকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘এই দম্পতি জমি কিনবে বলে জমির বিক্রেতা বা মধ্যস্থতাকারীকে বাসায় ডেকে নেন। এরপর জিম্মি, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। এর আগেও তাঁরা একবার একইভাবে প্রতারণা করে গ্রেপ্তার হয়েছিল।’
মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল হালিম জমি কিনতে চাইলে বিল্লাল তাকে সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান। জমি পছন্দ হয়েছে জানিয়ে বলেন, আনুষ্ঠানিকতা সারতে ঢাকার মিরপুরে মূল ক্রেতার সঙ্গে বসতে হবে। এরপর স্ত্রী ইয়াসমিনকে ক্রেতা সাজিয়ে ফোনে তাঁর সঙ্গে বিল্লালের আলাপ করিয়ে দেন।
পরে ক্রেতার সঙ্গে দেখা করতে বিল্লালকে ঢাকার মিরপুরের এক বাসায় ডাকা হয়। সেখানে যাওয়ামাত্রই কিছু বুঝে ওঠার আগেই চার জন লোক বিল্লালকে মারধর করে তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। পরে তাঁর বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
ওসি মোহম্মদ মহসীন বলেন, ‘এভাবে তাঁরা অপহরণ ও প্রতারণার সিন্ডিকেট গড়ে তুলেছেন।’
অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পারাপারের সময় ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচংয়ে প্রাণ হারিয়েছে অটোরিকশার ৬ আরোহী। এ ঘটনায় নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
৯ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান।’
২৯ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
৩৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতালা এ দুর্ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে