নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা দুই দফা মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ফল দুইবার নিশ্চিত এবং প্রকাশের পর কারো খাতা যেন পুনর্নিরীক্ষণের আবেদন করতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ মূল্যায়ন করে আসছে। এবার বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগও মেডিকেলে ভর্তিইচ্ছুদের ওএমআর শিট মূল্যায়ন করবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ভুলভাবে ফল প্রকাশ করার লক্ষ্যে ওএমআর শিট দুটি প্রতিষ্ঠানকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই প্রতিষ্ঠানের খাতা দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে। সে জন্য এবার ৪৮ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, প্রতিবার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খাতা দেখা হলেও এবার দুটি প্রতিষ্ঠান মেডিকেলে ভর্তিইচ্ছুদের খাতা দেখবে। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ কাজটি করবে।
তিনি আরও বলেন, এটি মূলত করা হচ্ছে যেন পরীক্ষা-পরবর্তী কারও খাতা পুনর্নিরীক্ষণ করতে না হয়। দুবার নিশ্চিত হতেই দুটি প্রতিষ্ঠানকে দিয়ে খাতা দেখানো হচ্ছে।
এর আগে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার রেকর্ডসংখ্যক ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন ভর্তিইচ্ছু পরীক্ষায় অংশ নেন।
প্রথমবারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা দুই দফা মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ফল দুইবার নিশ্চিত এবং প্রকাশের পর কারো খাতা যেন পুনর্নিরীক্ষণের আবেদন করতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ মূল্যায়ন করে আসছে। এবার বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগও মেডিকেলে ভর্তিইচ্ছুদের ওএমআর শিট মূল্যায়ন করবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ভুলভাবে ফল প্রকাশ করার লক্ষ্যে ওএমআর শিট দুটি প্রতিষ্ঠানকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই প্রতিষ্ঠানের খাতা দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে। সে জন্য এবার ৪৮ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, প্রতিবার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খাতা দেখা হলেও এবার দুটি প্রতিষ্ঠান মেডিকেলে ভর্তিইচ্ছুদের খাতা দেখবে। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ কাজটি করবে।
তিনি আরও বলেন, এটি মূলত করা হচ্ছে যেন পরীক্ষা-পরবর্তী কারও খাতা পুনর্নিরীক্ষণ করতে না হয়। দুবার নিশ্চিত হতেই দুটি প্রতিষ্ঠানকে দিয়ে খাতা দেখানো হচ্ছে।
এর আগে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার রেকর্ডসংখ্যক ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন ভর্তিইচ্ছু পরীক্ষায় অংশ নেন।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২০ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে