বুয়েট ও ঢাবি মূল্যায়ন করবে মেডিকেল ভর্তি পরীক্ষার খাতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯: ১১
Thumbnail image

প্রথমবারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা দুই দফা মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ফল দুইবার নিশ্চিত এবং প্রকাশের পর কারো খাতা যেন পুনর্নিরীক্ষণের আবেদন করতে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত কয়েক বছর ধরে মেডিকেলে ভর্তি পরীক্ষার খাতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ মূল্যায়ন করে আসছে। এবার বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগও মেডিকেলে ভর্তিইচ্ছুদের ওএমআর শিট মূল্যায়ন করবে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ভুলভাবে ফল প্রকাশ করার লক্ষ্যে ওএমআর শিট দুটি প্রতিষ্ঠানকে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই প্রতিষ্ঠানের খাতা দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে। সে জন্য এবার ৪৮ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না। 

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, প্রতিবার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে খাতা দেখা হলেও এবার দুটি প্রতিষ্ঠান মেডিকেলে ভর্তিইচ্ছুদের খাতা দেখবে। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ কাজটি করবে। 

তিনি আরও বলেন, এটি মূলত করা হচ্ছে যেন পরীক্ষা-পরবর্তী কারও খাতা পুনর্নিরীক্ষণ করতে না হয়। দুবার নিশ্চিত হতেই দুটি প্রতিষ্ঠানকে দিয়ে খাতা দেখানো হচ্ছে। 

এর আগে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার রেকর্ডসংখ্যক ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন ভর্তিইচ্ছু পরীক্ষায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত