সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২১, ০২: ০৫

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তৃষ্ণা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জান্নাতুল ফেরদৌস তৃষ্ণার সহপাঠী ফারহানা পারভিন বৃষ্টি বলেন, 'গত মঙ্গলবার বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তৃষ্ণা। এ সময় তাঁকে উদ্ধার করে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে করে ঢাকার শমরিতা হাসপাতালে আনা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বৃহস্পতিবার) তাঁর মৃত্যু হয়।'

জাবির ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল-হাসান বলেন, 'ক্যাম্পাসে তৃষ্ণার মরদেহ আনা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত থেকে তৃষ্ণাকে শেষ বিদায় দেয়।'

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞার স্বাক্ষরিত এক শোক বার্তায় উপাচার্য বলেন, 'জান্নাতুল ফেরদৌসের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল। একটি উজ্জ্বল সম্ভাবনার মৃত্যু ঘটল। তাঁর পরিবারের সদস্যদের জন্য এ ক্ষতি অপূরণীয়।'

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত