Ajker Patrika

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৫: ৩৫
সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর সিয়াম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজের জায়গা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

এর আগে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয় ওই কিশোর। সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত জানে আলম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে অলিপুরা ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনকে জানায়। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার বেলা ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে গতকাল নিখোঁজ ওই কিশোরের কোনো খোঁজ না মিললে আজ সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হয়। পরে আজ সকালে ঘটনাস্থল থেকেই আমরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত