আইডিইবির বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ জুন ২০২২, ১৩: ৪২
আপডেট : ১৪ জুন ২০২২, ১৬: ০৪

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানায় সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আব্দুর রব ভূঞা। এ ছাড়া সাধারণ সম্পাদক আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে আইডিইবির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নৈতিকতাবিবর্জিত দাবি করে বলা হয়, এঁরা নারী কেলেঙ্কারির কারণে পুলিশ বাদী মামলার আসামি। ঋণখেলাপির দায়ে তাঁদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁরা আইডিইবিতে বিভক্তি ও অনৈক্যকে স্থায়ী রূপ দিয়ে সদস্যদের ক্ষতি করে চলছেন। 

সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দুইটি নির্বাচনে আইডিইবির নেতারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গুম করে রাখেন এবং নমিনেশন পেপার জমা দিতে দেননি। এ ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে কিছু নতুন নিয়ম তৈরি করেছেন তাঁরা। 

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত আইডিইবির সদস্য হলেই তাঁরা ভোটার হতে পারতেন, কিন্তু এখন ভোটার হতে হলে এক বছর আগে সদস্য হতে হবে। আগে নির্বাচনের পূর্বের তিন বছরের বার্ষিক চাঁদা পরিশোধ করলেই সদস্যরা ভোটার হতে পারতেন, এখন ভোটার হতে হলে সদস্য হওয়ার পর থেকে বিগত সব বছরের চাঁদা পরিশোধ করতে হবে। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বর্তমান কমিটি দুই বছরের টার্মকে তিন বছরে রূপান্তর করেছে এবং একই পদে পরপর দুই টার্মের বেশি নির্বাচন না করার বিধানটিও বিলুপ্ত করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত