নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আব্দুর রব ভূঞা। এ ছাড়া সাধারণ সম্পাদক আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আইডিইবির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নৈতিকতাবিবর্জিত দাবি করে বলা হয়, এঁরা নারী কেলেঙ্কারির কারণে পুলিশ বাদী মামলার আসামি। ঋণখেলাপির দায়ে তাঁদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁরা আইডিইবিতে বিভক্তি ও অনৈক্যকে স্থায়ী রূপ দিয়ে সদস্যদের ক্ষতি করে চলছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দুইটি নির্বাচনে আইডিইবির নেতারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গুম করে রাখেন এবং নমিনেশন পেপার জমা দিতে দেননি। এ ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে কিছু নতুন নিয়ম তৈরি করেছেন তাঁরা।
এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত আইডিইবির সদস্য হলেই তাঁরা ভোটার হতে পারতেন, কিন্তু এখন ভোটার হতে হলে এক বছর আগে সদস্য হতে হবে। আগে নির্বাচনের পূর্বের তিন বছরের বার্ষিক চাঁদা পরিশোধ করলেই সদস্যরা ভোটার হতে পারতেন, এখন ভোটার হতে হলে সদস্য হওয়ার পর থেকে বিগত সব বছরের চাঁদা পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বর্তমান কমিটি দুই বছরের টার্মকে তিন বছরে রূপান্তর করেছে এবং একই পদে পরপর দুই টার্মের বেশি নির্বাচন না করার বিধানটিও বিলুপ্ত করেছে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি আব্দুর রব ভূঞা। এ ছাড়া সাধারণ সম্পাদক আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আইডিইবির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে নৈতিকতাবিবর্জিত দাবি করে বলা হয়, এঁরা নারী কেলেঙ্কারির কারণে পুলিশ বাদী মামলার আসামি। ঋণখেলাপির দায়ে তাঁদের বিদেশে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাঁরা আইডিইবিতে বিভক্তি ও অনৈক্যকে স্থায়ী রূপ দিয়ে সদস্যদের ক্ষতি করে চলছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের দুর্নীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দুইটি নির্বাচনে আইডিইবির নেতারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গুম করে রাখেন এবং নমিনেশন পেপার জমা দিতে দেননি। এ ছাড়া নির্বাচনকে প্রভাবিত করতে কিছু নতুন নিয়ম তৈরি করেছেন তাঁরা।
এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগপর্যন্ত আইডিইবির সদস্য হলেই তাঁরা ভোটার হতে পারতেন, কিন্তু এখন ভোটার হতে হলে এক বছর আগে সদস্য হতে হবে। আগে নির্বাচনের পূর্বের তিন বছরের বার্ষিক চাঁদা পরিশোধ করলেই সদস্যরা ভোটার হতে পারতেন, এখন ভোটার হতে হলে সদস্য হওয়ার পর থেকে বিগত সব বছরের চাঁদা পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বর্তমান কমিটি দুই বছরের টার্মকে তিন বছরে রূপান্তর করেছে এবং একই পদে পরপর দুই টার্মের বেশি নির্বাচন না করার বিধানটিও বিলুপ্ত করেছে।
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১৩ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৯ মিনিট আগে