নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন।
আজ সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। এ ছাড়া অজ্ঞাত পরিচয় প্রায় ৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত মো. শাওন তালুকদার। পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে গুলি চালায়। এ ঘটনায় শাওনসহ অনেকেই আহত ও নিহত হন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন।
আজ সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। এ ছাড়া অজ্ঞাত পরিচয় প্রায় ৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত মো. শাওন তালুকদার। পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে গুলি চালায়। এ ঘটনায় শাওনসহ অনেকেই আহত ও নিহত হন।
বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান...
৯ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
২৫ মিনিট আগেচাটমোহরে বাঙালা বহুমুখী স্কুলের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেমনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে হাজারো মানুষ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে