Ajker Patrika

সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর সুপারিশ

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন পদ্ধতি চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত বিভিন্ন সমস্যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার সুপারিশ করে। এ ছাড়া স্থলবন্দরগুলোতে এনার্জি সেভিংয়ের ওপর গুরুত্বারোপ করে সেখানে সোলার পদ্ধতি ব্যবহার করার সুপারিশ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিটি পায়রা বন্দরের নির্মিতব্য প্রশস্ত রাস্তার বিভিন্ন স্থানে বিমান উঠানামার জন্য রানওয়ে তৈরির বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিবেচনা করার সুপারিশ করেছে। এ ছাড়া রাজধানী ঢাকাসহ অন্যান্য নদীবন্দরের সঙ্গে পায়রা বন্দরের সংযোগ স্থাপন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা এবং চ্যানেলের নাব্যতা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ড্রেজার সংগ্রহ করার সুপারিশ করা হয়। 

বৈঠকে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ স্থল বন্দরের নিজস্ব অর্থায়নে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ‘ফায়ার ইকুইপমেন্ট’ কেনার সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন—কমিটির সদস্য মাজাহারুল হক প্রধান, রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, সামিল উদ্দিন আহমেদ এবং এস এম শাহজাদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত