Ajker Patrika

দুই দিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ সিম ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিনে ঢাকায় ফিরেছে ২০ লাখ সিম ব্যবহারকারী

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ২০ লাখেরও অধিক মানুষ রাজধানী ঢাকায় ফিরেছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।

শনিবার বিকেলে মোবাইল অপারেটরদের বরাত দিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। 

ফেসবুক পেজে দেওয়া পোস্টে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন মোবাইল সিম ব্যবহারকারী। আর শুক্রবার এসেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন। সব মিলিয়ে দুই দিনে ২০ লাখ ২৯ হাজার ১৬৫ জন সিম ব্যবহারকারী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা এসেছেন। 

এর আগে ঈদযাত্রায় প্রায় ১ কোটি মানুষ ঢাকা ছেড়েছিল। যার মধ্যে, ঈদের আগের ১ মে একদিনে সর্বোচ্চ ২৯ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে জানিয়েছিলেন, ঈদযাত্রায় ১ মে পর্যন্ত তিন দিনে রাজধানী ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ছিল ৭২ লাখ ৫ হাজারের মতো। এর আগের দুদিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে যায়। সিমের মোট সংখ্যা অনুসারে আনুমানিক প্রায় ১ কোটি মানুষ ঈদের আগে ঢাকা ছেড়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত