নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিল্টন সমাদ্দারের আশ্রম ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’ মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আঁধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি করপোরেশনের যে সনদের প্রয়োজন হতো, সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মিল্টন সমাদ্দারকে পুলিশ গতকাল (বুধবার) রাতে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা হবে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে মামলাটি হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তাঁর যে অপকর্মগুলো আছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।’
ডিবিপ্রধান বলেন, ‘মিল্টনকে রিমান্ডে নিয়ে তাঁর স্ত্রীকেও (মিতু হালদার) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি কেউ তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, তাহলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি অস্বীকার করতে পারেননি।’
জানা গেছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সী ছাব্বির বলেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার হয়েছে। জাল মৃত্যুসনদ তৈরিরর অভিযোগে একটি। তাঁর আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের করে পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন:
মিল্টন সমাদ্দারের আশ্রম ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’ মারা যাওয়া ব্যক্তিদের লাশ রাতের আঁধারে খুব গোপনে দাফন করা হতো। লাশ দাফনের আগে সিটি করপোরেশনের যে সনদের প্রয়োজন হতো, সেটা তিনি কখনোই নিতেন না। উল্টো সব কাজ শেষে নিজেই সিটি করপোরেশনের সিল-সই দিয়ে সনদ বানিয়ে রাখতেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। তিনি বলেন, ‘মিল্টন সমাদ্দারকে পুলিশ গতকাল (বুধবার) রাতে গ্রেপ্তার করে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা হবে। ইতিমধ্যে একটি মামলা হয়েছে। রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই মৃতদেহ দাফন করার অভিযোগে মামলাটি হয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি। রিমান্ডে আসার পর তাঁর যে অপকর্মগুলো আছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
দায়ের হওয়া মামলার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘রাতের আঁধারে মিল্টন সমাদ্দার মরদেহ দাফন করতেন। সিটি করপোরেশনের সিল নিজেই মারতেন। সেই কাগজগুলো পুলিশ উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুজন ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে থানায় আছেন। দ্রুতই সেগুলো নথিভুক্ত হবে।’
ডিবিপ্রধান বলেন, ‘মিল্টনকে রিমান্ডে নিয়ে তাঁর স্ত্রীকেও (মিতু হালদার) ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি কেউ তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, তাহলে তাঁকেও গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি অস্বীকার করতে পারেননি।’
জানা গেছে, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সী ছাব্বির বলেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত দুটি মামলার হয়েছে। জাল মৃত্যুসনদ তৈরিরর অভিযোগে একটি। তাঁর আশ্রমের টর্চার সেলে মানুষকে মারধরের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এ ছাড়া মানব পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন।’
এর আগে, বুধবার সন্ধ্যায় মিরপুর থেকে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তারের করে পুলিশ। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সড়কে পড়ে থাকা অসহায় বৃদ্ধ কিংবা শিশুদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করার ছবি-ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনায় আসেন মিল্টন সমাদ্দার। গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আশ্রয়কেন্দ্রের নামে তাঁর অনিয়মের খবর প্রকাশ হতে থাকলে আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
৯ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
১৫ মিনিট আগেমাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩ ঘণ্টা আগে