Ajker Patrika

যমুনায় গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭: ২৮
যমুনায় গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে তারা ডুবে যায়। 

নিহতরা হলো—উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। স্থানীয় গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের সুজয় পাল দশম শ্রেণির শিক্ষার্থী ও লিখন পাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই। 

স্থানীয়রা জানান, দুপুরে ৫-৬ জন বন্ধু মিলে যমুনা নদীর খানুরবাড়ি অংশে গোসল করতে নামে। একপর্যায়ে সুজয় পাল স্রোতের টানে পানির ঘূর্ণিপাকে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য লিখন পাল এগিয়ে যায়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরলে কেউ আর উঠে আসতে পারেনি। পরে সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া জান্নাত বলেন, ওই দুই ভাইকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত