৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে যান চলাচল শুরু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪: ৪৫
Thumbnail image

টানা ৫২ ঘণ্টা অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে গেছেন আশুলিয়ার বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা। আজ বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে সড়ক থেকে সরে যান তাঁরা। পরে সেনা পাহারায় যান চলাচল শুরু হয়। 

এর আগে গত সোমবার সকাল পৌনে ৯টায় পাওনা পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করেন বার্ডস গ্রুপের চারটি কারখানার শ্রমিকেরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বার্ডস গ্রুপের এক শ্রমিক বলেন, ‘সেনাবাহিনী বলেছে, আপনারা রাস্তা ছেড়ে দেন, আপনারা যার যা দেনা-পাওনা আছে ওইটা দিয়ে দেওয়া হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। আশ্বাস পেয়ে আমরা খুশি, যখন টাকা পাব, তখন পুরো খুশি হব।’

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, ‘পাওনা পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে উঠে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে।’সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে গেছেন আশুলিয়ার বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত