সুপ্রিম কোর্টের প্রবেশমুখে আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে: শাহদীন মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০: ৩৪

গাউন পরে থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের প্রবেশমুখে আইনজীবীদের নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক। 

তিনি বলেন, ‘সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রবেশের সময় গেটে আমার গাড়ি থামানো হয়েছে। গাড়িতে সুপ্রিম কোর্টের পরিচয় সংবলিত স্টিকার থাকা সত্ত্বেও। আমার শরীরে আইনজীবীর কালো গাউন থাকার পরেও আমাকে চেক করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। জুনিয়র আইনজীবীরা বলছেন, নিরাপত্তার নামে তাঁদের কাগজপত্র পোশাক সব পরীক্ষা করা হয়।’ 

মঙ্গলবার (২৮ নভেম্বর) পান্থপথের দৃক পাঠ ভবনে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত ‘আবারও সাজানো নির্বাচন: নাগরিক উৎকণ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় শাহদীন মালিক এ কথা বলেন। 

সুপ্রিম কোর্টের এ সিনিয়র আইনজীবী বলেন, ‘এটা শুধু সুপ্রিম কোর্টের অবস্থা নয়। সারা দেশেই হয়তো একই অবস্থা। বিজিবি, আনসার, পুলিশ, র‍্যাব সকল আইন-শৃঙ্খলা বাহিনী মিলিয়ে প্রায় ১০-১২ লাখের মতো। এরশাদের আমলেও এত সংখ্যক ছিল না।’ 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এ সময় আরও বক্তব্য দেন—ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, অধ্যাপক আনু মুহাম্মদ, নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আইন ও সালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক ফারুখ ফয়সাল, আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত