Ajker Patrika

মতিঝিলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
মতিঝিলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল আবাসিক হোটেল থেকে জিতেন্দর দেবনাথ (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ফকিরাপুল আবাসিক হোটেলের ১৪ তলার ১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় কক্ষটি খোলা অবস্থায় ছিল এবং মরদেহটি বিছানায় পড়ে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডাকতে গিয়ে দেখে দরজা খোলা এবং বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। দুই দিন আগে হোটেলে উঠেছিলেন ওই বৃদ্ধ। গতকাল সকালে বন্ধু খলিলুর রহমানকে ফোন দিয়ে বলেছিলেন, তাঁর খুব জ্বর এসেছে। পরে আজকে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

এসআই আরও বলেন, জিতেন্দর দেবনাথের বাড়ি বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামে। বাড়ির লোকজনের সঙ্গে রাগারাগি করে যাযাবরের মতো ঘুরে বেড়াতেন। গ্রামে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত