নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুয়েটছাত্র ফারদিন নূর পরশের হত্যা মামলা তদন্ত করে যে তথ্য জানিয়েছে তা ডিবি ও র্যাব সুন্দরভাবে বিশ্লেষণ করেই বলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার বিজয় দিবসে রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফারদিনের ‘আত্মহত্যার’ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমাদের র্যাব, আমাদের ডিবি বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নেবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও জানতে তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ঘটনার ৩৮ দিন তদন্ত শেষে গত ১৪ ডিসেম্বর ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন।
তবে এখনো ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ফারদিনের সহপাঠীরা ডিবি ও র্যাবের সঙ্গে সাক্ষাৎ শেষে এখনো কিছু আনুষ্ঠানিক জানায়নি। তবে তারা আত্মহত্যার আরও প্রমাণ চান।
ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদকও ছিলেন ফারদিন। গত ৪ নভেম্বর রামপুরা থেকে তিনি নিখোঁজ হন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ৯ নভেম্বর রামপুরা থানায় বান্ধবী বুশরাকে আসামি করে একটি হত্যা মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দীন রানা। মামলাটি তদন্ত করছে ডিবি।
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:
বুয়েটছাত্র ফারদিন নূর পরশের হত্যা মামলা তদন্ত করে যে তথ্য জানিয়েছে তা ডিবি ও র্যাব সুন্দরভাবে বিশ্লেষণ করেই বলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শুক্রবার বিজয় দিবসে রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফারদিনের ‘আত্মহত্যার’ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমাদের র্যাব, আমাদের ডিবি বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নেবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও জানতে তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
ঘটনার ৩৮ দিন তদন্ত শেষে গত ১৪ ডিসেম্বর ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন।
তবে এখনো ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ফারদিনের সহপাঠীরা ডিবি ও র্যাবের সঙ্গে সাক্ষাৎ শেষে এখনো কিছু আনুষ্ঠানিক জানায়নি। তবে তারা আত্মহত্যার আরও প্রমাণ চান।
ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদকও ছিলেন ফারদিন। গত ৪ নভেম্বর রামপুরা থেকে তিনি নিখোঁজ হন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ৯ নভেম্বর রামপুরা থানায় বান্ধবী বুশরাকে আসামি করে একটি হত্যা মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দীন রানা। মামলাটি তদন্ত করছে ডিবি।
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
৫ মিনিট আগেখাদিজা বেগম আরও বলেন, ‘চাঁদাবাজি করার জন্যই আমাকে না জানিয়ে কৌশলে আক্তার হোসেন মামলার বাদী হয়েছেন। রিপন হত্যার সঙ্গে বকশীগঞ্জের কোনো মানুষ জড়িত না। কারণ আমার স্বামী মারা গেছেন ঢাকার উত্তরায়। মামলা করার আগেই আক্তার হোসেন মামলার ভয় দেখিয়ে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন।
২৭ মিনিট আগেপ্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে