ফারদিনের বিষয় আমাদের ডিবি ও র‍্যাব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বুয়েটছাত্র ফারদিন নূর পরশের হত্যা মামলা তদন্ত করে যে তথ্য জানিয়েছে তা ডিবি ও র‍্যাব সুন্দরভাবে বিশ্লেষণ করেই বলেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার বিজয় দিবসে রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ফারদিনের ‘আত্মহত্যার’ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আমাদের র‍্যাব, আমাদের ডিবি বিষয়টি (ফারদিনের মৃত্যু) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে। কাজেই আপনাদের কিছু জানার থাকলে সেখান থেকে জেনে নেবেন।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও জানতে তদন্তকারী সংস্থার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। 

ঘটনার ৩৮ দিন তদন্ত শেষে গত ১৪ ডিসেম্বর ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, ফারদিন ‘আত্মহত্যা’ করেছেন।

তবে এখনো ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। ফারদিনের সহপাঠীরা ডিবি ও র‍্যাবের সঙ্গে সাক্ষাৎ শেষে এখনো কিছু আনুষ্ঠানিক জানায়নি। তবে তারা আত্মহত্যার আরও প্রমাণ চান। 

ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদকও ছিলেন ফারদিন। গত ৪ নভেম্বর রামপুরা থেকে তিনি নিখোঁজ হন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ৯ নভেম্বর রামপুরা থানায় বান্ধবী বুশরাকে আসামি করে একটি হত্যা মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দীন রানা। মামলাটি তদন্ত করছে ডিবি।

ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত