নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন।
পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।
রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন।
পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৩৩ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে