জঙ্গি সংগঠন শারকিয়ার আইটি বিভাগের প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৮: ০৭
Thumbnail image

জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’র মিডিয়া অ্যান্ড আইটি বিভাগের প্রধান সাকিব বিন কামালকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)। আজ মঙ্গলবার দুপুরে সিটিটিসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানার কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়া’র মিডিয়া অ্যান্ড আইটি বিভাগের প্রধান সাকিব বিন কামাল একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি শিক্ষকতা ও অনলাইন ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত। ২০১০ সাল থেকে তিনি জামায়াতুল মুসলিমিন ও হিজবুত তাহরিতে যোগ দেন। 

এরপর উগ্রবাদ মতাদর্শে দীক্ষিত হয়ে সমমনাদের সঙ্গে নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। গ্রুপটি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বৈঠক করে অর্থ সংগ্রহ ও সদস্য নিয়োগে কাজ করতে থাকে। ২০১৩ সালে তিনি বৈশ্বিক উগ্রবাদের উত্থানে নব্য জেএমবি মতাদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে তাঁদের মতাদর্শ প্রচারে কাজ শুরু করেন। ২০১৫ সালে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে যান। 

কারাগারে থাকাকালে পরিচয় হয় জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’র আধ্যাত্মিক নেতা শামিন মাহফুজের সঙ্গে। শামিন মাহফুজ তাঁকে নব্য জেএমবি মতাদর্শ থেকে সরিয়ে তাঁর সংগঠনে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। ২০১৭ সালে সাকিব বিন কামাল কারাগার থেকে বের হয়ে শামিন মাহফুজের সংগঠনের কাজ করতে থাকেন। 

শামিন মাহফুজের নেতৃত্বে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক, কর্মপরিকল্পনা প্রণয়ন ও মিডিয়া-সিকিউরিটি বিষয়ে আলাপ-আলোচনা চলতে থাকে। এরই ধারাবাহিকতায় পাহাড়ে সক্রিয় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের আওতায় সশস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র ক্রয়, সদস্য নিয়োগ ও সংগঠনের নতুন নাম ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’ দেওয়া হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাকিব বিন কামালের আইটি ও ইংরেজি ভাষায় দক্ষতার কারণে শামিন মাহফুজ তাঁকে এই সংগঠনের আইটি ও মিডিয়া বিভাগের দায়িত্ব দেন। শামিন মাহফুজের নির্দেশে সংগঠনের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিরাপদে ইন্টারনেট ব্রাউজিং, গোপন যোগাযোগের অ্যাপ চালানো এবং পাহাড়ে ট্রেনিং ক্যাম্পে নাইট ভিশন সিকিউরিটি ক্যামেরা স্থাপনের বিষয়ে সাকিব বিন কামাল কাজ করেন। 

সংগঠনের মানহাজ ও আক্বিদা ইংলিশে অনুবাদ করে একটি গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে একটি গ্লোবাল অডিয়েন্স তৈরির জন্য কাজ করেন। উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম ও রমনা থানায় দুটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত