ঢাকা কলেজের পুকুরে ডুবে মারা গেল শিক্ষার্থী 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২১: ০৯
Thumbnail image

ঢাকা কলেজের সীমানার ভেতর পুকুরে ডুবে রাশেদুল হাসান ইমন (১৯) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছিলেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেলে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নুর আল কাওসার ও নাজমুল হুদা জানান, বৃষ্টির সময় তাঁরা কয়েকজন কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁদের জানায় কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে গেছে। তখন পুকুর থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন তাঁরা।

এদিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘৬টা ২৫ মিনিটে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে যাওয়ার খবর পাই। পরে আমাদের ডুবুরিরা সেখানে যান। তবে তাঁরা পৌঁছানোর আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইমনের বড় ভাই মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘আমাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। বর্তমানে রামপুরা বনশ্রী ৬ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থাকি। ইমন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করেছে। কলেজে ভর্তির চেষ্টায় ছিল। দুই ভাইয়ের মধ্যে ইমন ছিল ছোট।’

এক প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান বলেন, ‘ইমন কেন ঢাকা কলেজে গেছে আমার জানা নেই। তবে তার সেদিকে যাওয়ার কথা না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, সন্ধ্যার দিকে ঢাকা কলেজ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, পুকুরের পানিতে ডুবে যায়। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত