Ajker Patrika

চিকিৎসার সুযোগ দিন, বিচারে যা হওয়ার হবে: আদালতকে সাবেক রেলমন্ত্রী সুজন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫০
চিকিৎসার সুযোগ দিন, বিচারে যা হওয়ার হবে: আদালতকে সাবেক রেলমন্ত্রী সুজন 

হত্যা মামলার আসামি হিসেবে আদালতে রিমান্ড শুনানির সময় সাবেক রেলমন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী নুরুল ইসলাম সুজন আদালতকে বলেছেন, ‘আমি অসুস্থ। চিকিৎসার সুযোগ দেবেন, বিচারে যা হওয়ার হবে।’ আজ মঙ্গলবার তাঁর রিমান্ড আবেদনের শুনানি হয়।

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয় নুরুল ইসলাম সুজনকে। শুনানির সময় মহানগর হাকিম শাহীন রেজা আসামি নুরুল ইসলাম সুজন কিছু বলবেন কি না জানতে চান।

তখন নূরুল ইসলাম সুজন আদালতকে বলেন, ‘আমি অসুস্থ। হাসপাতালে ভর্তি ছিলাম। অনেকটা জোর করে রিলিজ করিয়ে নিয়ে আসছে। চিকিৎসার সুযোগ করে দেবেন, বিচার যা হওয়ার হবে।’

পরে সাবেক এই মন্ত্রীর পক্ষে অ্যাডভোকেট ফজলুল হক বাবু রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘নুরুল ইসলাম সুজন আমার আপন মামা। তিনিও একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারের মানুষ। রাজনীতি করেছেন মানুষের সেবার জন্য। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।’

আইনজীবী আরও বলেন, ‘এ মামলার ৬ নম্বর আসামি নুরুল ইসলাম সুজন। ইতিমধ্যে তিনজন এই মামলায় আগাম জামিন পেয়েছেন। নুরুল ইসলাম সুজনও হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। শুনানির জন্য আজকে ধার্য আছে। এর মধ্যে তাঁকে হাসপাতাল থেকে জোর করে রিলিজ করিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আদালতকে আবার বলেন, ‘নিজ এলাকা পঞ্চগড়ে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। সারা জীবনে এ মামলা ছাড়া আর কোনো মামলা নেই। আমার দল ক্ষমতায় থাকাকালে বিরোধীদের বিরুদ্ধে একটা মামলাও দিইনি। ৩ আগস্ট পর্যন্ত আমি এলাকায় থেকে বাচ্চাদের সাইকেল বিতরণ করেছি। ৪ তারিখ সন্ধ্যায় সৈয়দপুর এয়ারপোর্ট হয়ে ঢাকায় আসি।’

তিনি বলেন, ‘এ মামলায় নাম উল্লেখ ছাড়া আসামিদের কার কী ভূমিকা কিছু উল্লেখ করেনি। দেখবেন বাদী কাউকে চেনে না। বলতেও পারবে না আসামি কারা। আমাদের মতো আইনজীবীরাই আসামিদের নাম লিখে দিয়েছেন।’

পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত