ফ্রান্সের তুলুজে বাংলা স্কুল নির্মাণের আহ্বান বাংলাদেশ রাষ্ট্রদূতের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ মার্চ ২০২২, ২৩: ১৭

ফ্রান্সের তৃতীয় বড় বাণিজ্যিক শহর তুলুজে একটি বাংলা স্কুল, একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশিদের জন্য একটি মসজিদ নির্মাণে আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

তুলুজের মেয়র লুক মৌডেন্ক এর সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তুলুজের মেয়র কার্যালয় এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বলে রাষ্ট্রদূতকে জানান লুক মৌডেন্ক। বৃহস্পতিবার ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে জানানো হয়, ১ মার্চ তুলুজের মেয়রের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। তুলুজের মেয়র বলেন, ‘বাংলাদেশ কমিউনিটি তুলুজের সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অবদান রেখে আসছে। সকল দিক থেকে তাদের সামাজিক চাহিদা ও সমৃদ্ধি দেখা হবে।’
 
এটাই প্যারিসের বাইরে বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রথম বৈঠক। তুলুজের মেয়রের সঙ্গে বৈঠকের পাশাপাশি শহরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন খন্দকার এম তালহা। এ ছাড়া বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা করেন তিনি। প্যারিসের পর তুলুজে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা থাকেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত