নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেটে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ও পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ ছাড়া এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় তাঁর বাবা নাদিম হোসেন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেছেন। এ ছাড়া দোকান কর্মচারী মুরসালিনের ভাইও পৃথক হত্যা মামলা করেছেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘এ মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর ৪ নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁদের আসামি করা হয়েছে। ছাত্রলীগ এবং ব্যবসায়ী লীগের মধ্যে মূলত মারামারি হয়েছিল। ওই ঘটনায় চারটি মামলা করা হয়। তিনটি মামলার আসামি অজ্ঞাতনামা। একটি মামলায় বিএনপির নিউমার্কেট থানা সভাপতিসহ ২৪ জনকে আসামি করা হয়। যারা সবাই বিএনপির নেতাকর্মী।’
কায়সার কামাল আরও বলেন, ‘এই মামলায় প্রমাণিত হয়েছে, পুলিশের কার্যক্রম কতটা ভঙ্গুর। এমন একজনকে আসামি করা হলো যার অপরাধ জীবিত থাকতে তিনি বিএনপি করতেন! মৃত বিএনপি নেতাও আজকে পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না!’
রাজধানীর নিউমার্কেটে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ও পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ ছাড়া এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় তাঁর বাবা নাদিম হোসেন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেছেন। এ ছাড়া দোকান কর্মচারী মুরসালিনের ভাইও পৃথক হত্যা মামলা করেছেন।
এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘এ মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর ৪ নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁদের আসামি করা হয়েছে। ছাত্রলীগ এবং ব্যবসায়ী লীগের মধ্যে মূলত মারামারি হয়েছিল। ওই ঘটনায় চারটি মামলা করা হয়। তিনটি মামলার আসামি অজ্ঞাতনামা। একটি মামলায় বিএনপির নিউমার্কেট থানা সভাপতিসহ ২৪ জনকে আসামি করা হয়। যারা সবাই বিএনপির নেতাকর্মী।’
কায়সার কামাল আরও বলেন, ‘এই মামলায় প্রমাণিত হয়েছে, পুলিশের কার্যক্রম কতটা ভঙ্গুর। এমন একজনকে আসামি করা হলো যার অপরাধ জীবিত থাকতে তিনি বিএনপি করতেন! মৃত বিএনপি নেতাও আজকে পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না!’
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১৬ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে