নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীতে ফাঁকা সড়কে বেপরোয়া গতির বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আক্কাস আলী নামে এক মোটরসাইকেলচালক। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও বাসটিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দুর্ঘটনার একটু আগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাসটিকে জরিমানা করা হয়। সেটা নিয়েই চলন্ত বাসে হেলপারের সঙ্গে কথা-কাটাকাটি চলছিল চালকের, তাতেই ঘটে বিপত্তি। মোটরসাইকেলটিকে চাপা দেন বাসচালক। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী কবরস্থানের সামনের সড়কে উঠে উত্তরার দিকে যাওয়ার চেষ্টা করেন মোটরসাইকল আরোহী। এ সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-১৬৮৮) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। প্রথমে বাসের ধাক্কায় পড়ে যান মোটরসাইকেলচালক। পরে বেশ কিছুদূর তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
রবিউল নামে এক প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দিলে মোটরসাইকেলচালক ছিটকে নিচে পড়ে যায়। তখন বাসের চালক ব্রেক না করে মোটরসাইকলের চালকের ওপর দিয়ে বাস চালিয়ে যান। এ সময় মোটরসাইকেলটিকে টেনে অনেক দূরে নিয়ে যায়।
ওই বাসের এক যাত্রী জানান, দুর্ঘটনার একটু আগে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসটিকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। হেলপারের সঙ্গে এ নিয়ে উচ্চবাচ্চ্য করছিলেন বাসচালক। এর মধ্যেই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে যাত্রীরা চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।
বনানী থানার এসআই জানে আলম জানান, মোটরসাইকেল আরোহী ২৭ নম্বর রোড দিয়ে টার্নিং করে মোড় দিয়ে ঘুরে যাওয়ার সময় দ্রুতগতিতে বিনিময় পরিবহনের বাসটি এসে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে। এরপর আরোহীর ওপর দিয়ে বাস চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান আক্কাস।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, এ ঘটনায় বাসের চালক, হেলপার ও বিনিময় পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর বনানীতে ফাঁকা সড়কে বেপরোয়া গতির বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আক্কাস আলী নামে এক মোটরসাইকেলচালক। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও বাসটিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দুর্ঘটনার একটু আগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাসটিকে জরিমানা করা হয়। সেটা নিয়েই চলন্ত বাসে হেলপারের সঙ্গে কথা-কাটাকাটি চলছিল চালকের, তাতেই ঘটে বিপত্তি। মোটরসাইকেলটিকে চাপা দেন বাসচালক। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী কবরস্থানের সামনের সড়কে উঠে উত্তরার দিকে যাওয়ার চেষ্টা করেন মোটরসাইকল আরোহী। এ সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-১৬৮৮) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। প্রথমে বাসের ধাক্কায় পড়ে যান মোটরসাইকেলচালক। পরে বেশ কিছুদূর তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
রবিউল নামে এক প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দিলে মোটরসাইকেলচালক ছিটকে নিচে পড়ে যায়। তখন বাসের চালক ব্রেক না করে মোটরসাইকলের চালকের ওপর দিয়ে বাস চালিয়ে যান। এ সময় মোটরসাইকেলটিকে টেনে অনেক দূরে নিয়ে যায়।
ওই বাসের এক যাত্রী জানান, দুর্ঘটনার একটু আগে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসটিকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। হেলপারের সঙ্গে এ নিয়ে উচ্চবাচ্চ্য করছিলেন বাসচালক। এর মধ্যেই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে যাত্রীরা চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।
বনানী থানার এসআই জানে আলম জানান, মোটরসাইকেল আরোহী ২৭ নম্বর রোড দিয়ে টার্নিং করে মোড় দিয়ে ঘুরে যাওয়ার সময় দ্রুতগতিতে বিনিময় পরিবহনের বাসটি এসে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে। এরপর আরোহীর ওপর দিয়ে বাস চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান আক্কাস।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, এ ঘটনায় বাসের চালক, হেলপার ও বিনিময় পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
৩৯ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
৪৪ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে