Ajker Patrika

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৭: ০৮
ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, আটক ৪

রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিএনসিসির কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে দখলদারেরা। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে বসিলা রোডের লাউতলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। 

আটকদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাঁদের নাম ফারজানা কলি ও মারুফা কাজল। তাঁরা আওয়ামী মহিলা লীগের মোহাম্মদপুর থানা কমিটির সদস্য বলে জানা গেছে। 

উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় আটকঘটনাস্থল থেকে চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এর অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল ও ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। 

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মেয়র আতিকতারা বলেন, ‘মোহাম্মদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রামচন্দ্রপুর খাল। এই খাল দীর্ঘদিন ধরে দখল অবস্থায় আছে। খাল দখল করে রাস্তা, বহুতল ভবন, বাজার তৈরি করা হয়েছে। আজ খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছি। অভিযানের একপর্যায়ে কিছু লোক বাধা দেন। তাঁদের অনেককে পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত