উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত তিন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর দক্ষিণখানে চৈতি গার্মেন্টসের কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ দেখিয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন চালাবনের চৈতি গার্মেন্টস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরার মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে আজমপুর রেলগেট এলাকার দিকে যায়। পরে পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়।
শুরুতে শ্রমিকেরা আজমপুর টু উত্তরখান সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে গার্মেন্টসটির সামনে বিক্ষোভ দেখান। ২০-২৫ মিনিট অবরোধের পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে উত্তরার আজমপুরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আজমপুর রেলগেট এলাকায় পুলিশি বাধায় বেলা ১১টার দিকে তা পণ্ড হয়ে যায়। পরে শ্রমিকেরা চলে যান।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চৈতি গার্মেন্টসের তিনজন শ্রমিকের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস মালিকপক্ষের কিছু শ্রমিক ও বহিরাগত লোকজন। ওই হামলার প্রতিবাদে পাঁচ দিন ধরে আন্দোলন চলছে। তবু আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ।
তবে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা অযৌক্তিকভাবে আন্দোলন করছে। শ্রমিকদের দুই পক্ষই মারামারি করছে। পরে দুই পক্ষেরই মামলা হয়েছে। দুই পক্ষেরই মামলা শতভাগ নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। পরে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তো চাই গার্মেন্টস সুন্দরভাবে চলুক। গার্মেন্টস দেশের সম্পদ। শ্রমিকেরা তো এগুলো বোঝে না।’
জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়ে গতকাল (শুক্রবার ১৬ ডিসেম্বর) উভয় পক্ষের সঙ্গে মিটিং হয়েছে। তারা (উভয় পক্ষ) মেনেও নিয়েছে। মেনে নেওয়ার পরও তারা কেন আন্দোলন করছে তা আমার জানা নেই। ওই মিটিংয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছিল। সেখানে বলা হয়েছে, গার্মেন্টস চলবে এবং শ্রমিকেরা কাজ করবে।’
দক্ষিণখানে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন চৈতি গার্মেন্টসের শ্রমিকেরা। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট তিন শ্রমিককে ফোনে কারখানার বাইরে ডেকে মারধর করার অভিযোগ উঠেছে। গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান থানাধীন চৈতি গার্মেন্টস-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহতরা হলেন চৈতি গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর কামরুল হাসান (৩২), ফিনিশিং আয়রনম্যান সবুজ মিয়া (২৮) ও বাচ্চু মিয়া (৩২)।
তখন আহত শ্রমিক ও তাঁদের সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অভিযোগ করে বলেন, মালিকপক্ষের শ্রমিক ও বহিরাগত সন্ত্রাসীরা অংশ নেয়।
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত তিন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর দক্ষিণখানে চৈতি গার্মেন্টসের কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ দেখিয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানাধীন চালাবনের চৈতি গার্মেন্টস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরার মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে আজমপুর রেলগেট এলাকার দিকে যায়। পরে পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়।
শুরুতে শ্রমিকেরা আজমপুর টু উত্তরখান সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে গার্মেন্টসটির সামনে বিক্ষোভ দেখান। ২০-২৫ মিনিট অবরোধের পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে উত্তরার আজমপুরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আজমপুর রেলগেট এলাকায় পুলিশি বাধায় বেলা ১১টার দিকে তা পণ্ড হয়ে যায়। পরে শ্রমিকেরা চলে যান।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, চৈতি গার্মেন্টসের তিনজন শ্রমিকের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস মালিকপক্ষের কিছু শ্রমিক ও বহিরাগত লোকজন। ওই হামলার প্রতিবাদে পাঁচ দিন ধরে আন্দোলন চলছে। তবু আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ।
তবে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা অযৌক্তিকভাবে আন্দোলন করছে। শ্রমিকদের দুই পক্ষই মারামারি করছে। পরে দুই পক্ষেরই মামলা হয়েছে। দুই পক্ষেরই মামলা শতভাগ নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। পরে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা তো চাই গার্মেন্টস সুন্দরভাবে চলুক। গার্মেন্টস দেশের সম্পদ। শ্রমিকেরা তো এগুলো বোঝে না।’
জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘শ্রমিকদের দাবির বিষয়ে গতকাল (শুক্রবার ১৬ ডিসেম্বর) উভয় পক্ষের সঙ্গে মিটিং হয়েছে। তারা (উভয় পক্ষ) মেনেও নিয়েছে। মেনে নেওয়ার পরও তারা কেন আন্দোলন করছে তা আমার জানা নেই। ওই মিটিংয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছিল। সেখানে বলা হয়েছে, গার্মেন্টস চলবে এবং শ্রমিকেরা কাজ করবে।’
দক্ষিণখানে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন চৈতি গার্মেন্টসের শ্রমিকেরা। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট তিন শ্রমিককে ফোনে কারখানার বাইরে ডেকে মারধর করার অভিযোগ উঠেছে। গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণখান থানাধীন চৈতি গার্মেন্টস-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহতরা হলেন চৈতি গার্মেন্টসের কোয়ালিটি ইন্সপেক্টর কামরুল হাসান (৩২), ফিনিশিং আয়রনম্যান সবুজ মিয়া (২৮) ও বাচ্চু মিয়া (৩২)।
তখন আহত শ্রমিক ও তাঁদের সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা অভিযোগ করে বলেন, মালিকপক্ষের শ্রমিক ও বহিরাগত সন্ত্রাসীরা অংশ নেয়।
মানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৪ মিনিট আগেনড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৬ মিনিট আগেচট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
৪৩ মিনিট আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
১ ঘণ্টা আগে