Ajker Patrika

রিমান্ড শেষে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কারাগারে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৯: ২৩
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন । ফাইল ছবি
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন । ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে শামীম হাওলাদার নামে এক বিদ্যুৎ শ্রমিক হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

বিকেল জাকির হোসেনকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই রাজু আহম্মেদ কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে জাকির হোসেনের জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৫ অক্টোবর জাকির হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ২৪ অক্টোবর সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিদ্যুৎ শ্রমিক শামীম হাওলাদার।

এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত