হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ধর্ষণের হুমকি, বকশীবাজারে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১২: ১৬
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ৩৭

হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঠিকানা পরিবহনের একটি বাসে ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়েছে চালকের সহকারী। এই হুমকির প্রতিবাদে বকশীবাজারে সড়ক অবরোধ করেছেন বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। 

আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বদরুন্নেসা কলেজের কয়েক শ শিক্ষার্থী। এ সময় তাঁরা ওই বাসচালকের সহকারীর বিচার চান। তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাফ পাস আমাদের অধিকার’ প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন। 

 বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধআন্দোলনের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, শনিবার (২০ নভেম্বর) ঠিকানা পরিবহনের একটি বাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাঁকে ধর্ষণের হুমকি দেন বাসচালকের সহকারী। 

এ সময় শোভা নামের আরেক শিক্ষার্থী বলেন, `হাফ ভাড়া ছাড়াও রাস্তায় নারীদের সম্মান করা হয় না। বিশেষ করে আমরা যারা ছাত্রী আছি, আমাদের বাসে তুলতে চায় না বাসের লোকজন। রাস্তায় ছাত্রী দেখলে বাসের দরজা বন্ধ করে দেয়। আমরা চাই গণপরিবহনে নারী হয়রানি বন্ধ ও হাফ ভাড়া বাস্তবায়ন হোক।

 

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত