ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ১০ যাত্রী আহত

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার তিন শ গজ অদূরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পদ্মা সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মো. জিয়া জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টঙ্গী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পদ্মা সেতু থেকে নামার সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এতে বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

মো. জিয়া আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি সড়কে পড়ে থাকার কারণে কিছু সময় যান চলাচলে সমস্যা হয়। পরে রেকার এনে বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। 

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত