Ajker Patrika

ছাত্রলীগ নেতাকে বহিষ্কার 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ছাত্রলীগ নেতাকে বহিষ্কার 

মানিকগঞ্জের হরিরামপুরের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ল্যাব সহকারীকে মারধর করার অভিযোগ ওঠা ছাত্রলীগ নেতা তানজিদ মাহমুদ ইসলাম রবিনকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। আজ শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত তানজিদ মাহমুদ ইসলাম রবিন উপজেলার ধুলসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ধুলসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে ইব্রাহিমপুর ঈরশ্বচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন (৫৪) ও ল্যাব সহকারী শুভ্র দত্তকে মারধর করে ছাত্রলীগ নেতা রবিন ও তাঁর অনুসারীরা। এ ঘটনায় মামলা করেন প্রধান শিক্ষক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত