Ajker Patrika

বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক মজবুত আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৪: ৫৯
বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক মজবুত আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দ্বিপক্ষীয় কিছু সমস্যা থাকার পরও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক মজবুত আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিজয়ী বাংলার স্বর্ণজয়ন্তী উদ্‌যাপন পরিষদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দ্বিপক্ষীয় যেসব সমস্যা আছে, সেগুলোর অনেকগুলোরই সমাধান হয়েছে। তবে পানি বণ্টনসহ এখনো অনেক সমস্যা আছে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে যাবে। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কও মজবুত আছে।’

পশ্চিমবঙ্গের কবি ও মুক্তিযুদ্ধে অবদান রাখা বিশ্বনাথ লাহা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বালুরহাট থেকে অনেকেই সেদিন পালিয়ে গিয়েছিল। অনেক চড়াই-উতরাই পেরোনোর পর ১২ ডিসেম্বর কিন্তু আমরা জেনে গিয়েছিলাম, আমরা জিতে যাচ্ছি। এ জন্য আমরা ১২ ডিসেম্বরকে ভুলতে পারি না। যদিও আপনারা ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করেন। এই বাংলাদেশে এবার এসে মনে হচ্ছে যেন এক অচেনা বাংলাদেশে এসেছি। এখনকার বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির চেয়ারম্যান মো. রশিদুল আলম, প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল হক, ব্যারিস্টার আমীরুল ইসলাম খান, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সাংসদ মৃণাল কান্তি দাস, পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মেহেদি হাসান, ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি, সাংবাদিক ড. মানস ব্যানার্জি প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত