Ajker Patrika

ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতের সংঘর্ষে আহত ২৭ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৩: ২৬
রাতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
রাতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাতের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক ও পথচারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত একে একে আহতেরা হাসপাতালে আসেন। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশই চলে গেছেন। ২৭ জনের মতো ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি রাখা হয়েছে। তাদের তিনজনেরই মাথায় আঘাত রয়েছে।

ভর্তি হওয়া আহত তিন শিক্ষার্থী হলেন—উজ্জ্বল (৩২), সাইদ মুন্সি (২৪) রাকিব (২২)।

রাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জ্বল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪)। ঢাকা কলেজের ছাত্র ইব্রাহিম (২৩), রিশাদ (২৩) ও রাকিব (২৪)। এ ছাড়া আহত হয়েছেন বাংলাদেশ টাইমসের সাংবাদিক তোফায়েল আহমেদ ও পথচারী উজ্জ্বল (৩২)।

এ দিকে রাতেই আহত হয়ে ধানমন্ডিতে পপুলার হাসপাতালে অন্তত ৭ জন চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মোট কতজন আহত হয়েছে তা সঠিক জানা নেই। তবে রাতে পপুলার হাসপাতালে ৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছে।’

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত