নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে ৮ বছরের এক শিশু। শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ফোনকল পেয়ে শিশুটিকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে গেছে মিরপুর মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়, অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, শিশুটি তাঁদের জানিয়েছে, তার বাবা তাকে বলেছেন, কখনো কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এজন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। ৯৯৯-এ কল দিলে সেখান থেকে তার প্রাথমিক অবস্থান জেনে নেওয়া হয়। এরপর ৯৯৯-এ দায়িত্বরত কর্মকর্তা সরাসরি ওসি মহসীনকে সংযুক্ত করেন। তখন মিরপুর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ওই শিশুর মাকে আটক করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে মায়ের কাছে নিরাপদ মনে করছে না পুলিশ। তাদের পরিবারের অন্য সদস্য ও স্বজনদের থানায় ডাকা হয়েছে। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। আলোচনা করে কোনো সমাধান না হলে শিশুটির মাকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে ৮ বছরের এক শিশু। শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে ফোনকল পেয়ে শিশুটিকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে গেছে মিরপুর মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়, অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, শিশুটি তাঁদের জানিয়েছে, তার বাবা তাকে বলেছেন, কখনো কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এজন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। ৯৯৯-এ কল দিলে সেখান থেকে তার প্রাথমিক অবস্থান জেনে নেওয়া হয়। এরপর ৯৯৯-এ দায়িত্বরত কর্মকর্তা সরাসরি ওসি মহসীনকে সংযুক্ত করেন। তখন মিরপুর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে ওই শিশুর মাকে আটক করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে মায়ের কাছে নিরাপদ মনে করছে না পুলিশ। তাদের পরিবারের অন্য সদস্য ও স্বজনদের থানায় ডাকা হয়েছে। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। আলোচনা করে কোনো সমাধান না হলে শিশুটির মাকে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।
মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় তিনজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় তাঁদের বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ষোলোঘর এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেহবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সিংহ গ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
৫ মিনিট আগেরাজশাহীর মোহনপুরে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাসার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চক বেলনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাসার উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
৮ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১২ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে পুনরায় যানচলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়
১০ মিনিট আগে