বাড়ি থেকে একসঙ্গে বেরিয়েছিলেন দুই সহোদর, ছোট ভাই ফিরলেন লাশ হয়ে

প্রতিনিধি, কুড়িগ্রাম 
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৫: ২৩
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৫: ৩৩
বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামে দুই ভাই এক মোটরসাইকেলে বেরিয়েছিলেন ব্যবসায়িক কাজে। ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই বাসচাপায় সড়কেই প্রাণ হারান ছোট ভাই। বড় ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে কুড়িগ্রাম শহরের পৌর এলাকার মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর আলম মন্ডল সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম ইসমাঈল হোসেন (৩৮)। আহত বড় ভাইয়ের নাম কাশেম। তাঁরা শহরের টেক্সটাইল মোড় রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা এবং তৎসংলগ্ন করাতকলের মালিক ও কাঠ ব্যবসায়ী। তাঁদের বাবার নাম ইব্রাহিম।

পরিবারের বরাতে স্থানীয় কাঠ ব্যবসায়ী লাভলু মিয়া জানান, কাশেম ও ইসমাঈল করাতকল চালানোর পাশাপাশি কাঠের ব্যবসাও করেন। রোববার ভোরে গাছ কেনার উদ্দেশ্যে দুই ভাই একসঙ্গে পৌর এলাকার ডাকুয়াপাড়ায় গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে মৎস্য খামারসংলগ্ন আজাদ ড্রাইভারের বাড়ির সামনে একটি দূরপাল্লার বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাঈল মারা যান। আহত হন কাশেম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

লাভলু বলেন, ‘ইসমাঈলের পরিবারে স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুশোকে ইসমাঈলের স্ত্রী রুমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।’

এসআই নুর আলম মন্ডল বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় বাসটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিবি) করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত