Ajker Patrika

মির্জাপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি লরি লাইনচ্যুত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ৪৪
মির্জাপুরে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি লরি লাইনচ্যুত

বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ২টি লরি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী ঢালুতে উল্টে পড়ে গেছে। এ ছাড়া সামনের একটি  লরি লাইনচ্যুত হয়েছে। এতে তেলবাহী ট্রেনের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সোয়া ৫টার দিকে মির্জাপুর রেলস্টেশনের পশ্চিমাংশে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, তেলবাহী ট্রেনটি ঢাকা থেকে রংপুর ডিপোতে যাচ্ছিল। ট্রেনের ১৫টি লরি ছিল। এর মধ্যে ইঞ্জিনসহ অকটেন ভর্তি ট্রেনের সামনের দুটি লরি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়।

কামরুল হাসান আরও জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৮১ ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে ক্রসিং হওয়ার কথা ছিল। তেলবাহী ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাইনে রেখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে চলে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৯৮১ তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে প্রবেশ করার জন্য সিগনাল দেওয়া হয় এবং ট্রেনটি যেন স্টেশনে দাঁড়ায় সে ব্যবস্থা করা হয়। কিন্তু তেলবাহী ট্রেনটির ব্রেকিং সিস্টেমে কাজ না করায় এবং ব্রেক কন্ট্রোল করতে না পারায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে দুর্ঘটনা কবলিত ট্রেনের চালক তাঁকে জানান।

মির্জাপুর রেলস্টেশনে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ দুটি লড়ি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী ঢালুতে উল্টে পড়ে যায়স্টেশন মাস্টার কামরুল হাসান আরও জানান, এতে ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিনের সঙ্গে একটি লরি ট্রেন লাইনের বাইরে উল্টে পড়ে যায়। এ ছাড়া অপর একটি লরির সামনের অংশ লাইনচ্যুত হয়। এ কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিকে মহেড়া স্টেশনে বেশ কিছু সময় বিলম্বিত করানো হয়। তবে তেলবাহী ট্রেনটি লুপ লাইনে লাইনচ্যুত হওয়ায় মেইন লাইন সচল রয়েছে। সে কারণে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন দিয়ে পরে পাসিং করাতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তেলবাহী ট্রেনটি লুপ লাইনে থাকায় মেইন লাইন দিয়ে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না। আর দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধার কাজ দ্রুতই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত