পুকুরে পড়ে ছিল নিখোঁজ অটোরিকশাচালকের লাশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২: ১৩
Thumbnail image
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে আবুল হোসেন (৬০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়া দীপক দেবনাথের বাড়িসংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আবুল হোসেনের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আবুল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আবুল। গত রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় হরপাড়া এলাকার এক ব্যক্তির ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফেরেননি আবুল হোসেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও আবুল হোসেনের সন্ধান পাচ্ছিলেন না তাঁর স্বজনেরা। আজ দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ দেখে মনে হচ্ছে, তিন-চার দিন আগে তাঁর মৃত্যু হয়। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত