শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে নিরীহ কৃষকদের ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক-কৃষানি ও স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফসল বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলের ধারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় কাওসার মোড়ল জোরপূর্বক পুরাতা বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে আমাদের বিলের জলধারা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের বোরো ধান পানির নিচে পড়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির জলধারা খুলে না দিলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে।’
কৃষক নূরুল আমিন বলেন, ‘বছরে একটি ফসল বোরো ধানের ওপর ভর করে চলে আমার ছয় সদস্যের সংসার। এরই মধ্যে শেষ সম্বল হারাতে বসেছি। কাওসার মোড়ল নামে এক ব্যক্তি আমাদের ভাতের হাঁড়ি নিয়ে টানাটানি করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিলের মুখের বাঁধ খুলে আমার ফসল রক্ষা করা হোক।’
ভুক্তভোগী কৃষানি আমেনা খাতুন বলেন, ‘স্বামী-সন্তান নেই। অনেক কষ্টে কাজের লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ধান রোপণ করেছি। কিন্তু হায়েনার জন্য আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়েছে। এখন প্রশাসন যদি আমাদের রক্ষা করে।’
অভিযুক্ত মো. কাওসার মোড়ল বলেন, ‘আমি আমার জমিতে বাঁধ নির্মাণ করছি, তাতে অন্য কারও জমির ফসল নষ্ট হলে আমি কী করব! তাদের জমির ফসল তলিয়ে গেলে আমার কিছু করার নেই।’
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’
মানববন্ধনে ৩০ জন কৃষক-কৃষানি ও আশপাশের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
গাজীপুরের শ্রীপুরে বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে নিরীহ কৃষকদের ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক-কৃষানি ও স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফসল বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলের ধারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় কাওসার মোড়ল জোরপূর্বক পুরাতা বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে আমাদের বিলের জলধারা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের বোরো ধান পানির নিচে পড়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির জলধারা খুলে না দিলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে।’
কৃষক নূরুল আমিন বলেন, ‘বছরে একটি ফসল বোরো ধানের ওপর ভর করে চলে আমার ছয় সদস্যের সংসার। এরই মধ্যে শেষ সম্বল হারাতে বসেছি। কাওসার মোড়ল নামে এক ব্যক্তি আমাদের ভাতের হাঁড়ি নিয়ে টানাটানি করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিলের মুখের বাঁধ খুলে আমার ফসল রক্ষা করা হোক।’
ভুক্তভোগী কৃষানি আমেনা খাতুন বলেন, ‘স্বামী-সন্তান নেই। অনেক কষ্টে কাজের লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ধান রোপণ করেছি। কিন্তু হায়েনার জন্য আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়েছে। এখন প্রশাসন যদি আমাদের রক্ষা করে।’
অভিযুক্ত মো. কাওসার মোড়ল বলেন, ‘আমি আমার জমিতে বাঁধ নির্মাণ করছি, তাতে অন্য কারও জমির ফসল নষ্ট হলে আমি কী করব! তাদের জমির ফসল তলিয়ে গেলে আমার কিছু করার নেই।’
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’
মানববন্ধনে ৩০ জন কৃষক-কৃষানি ও আশপাশের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
৫ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
৯ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
২৫ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে সোহরাওয়ার্দী কলেজ। সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
৩১ মিনিট আগে