উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতার দাবিতে ‘শি অ্যান্ড হি’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছেন। দক্ষিণখানের কসাইবাড়ী এলাকায় আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই শতাধিক শ্রমিক আন্দোলন করেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করেছে।
প্রথমে বেলা ১১টার দিকে গার্মেন্টসটির সামনে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুলের সামনে বিক্ষোভ করেন। আন্দোলনকালে শ্রমিকেরা ‘মালিকের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শ্রমিকেরা এক হও, লড়াই কর’, ‘আমাদের এক দফা এক দাবি, বেতন চাই, বেতন চাই’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবাই দক্ষিণখানের কসাইবাড়ীর শি অ্যান্ড হি গার্মেন্টসের শ্রমিক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৫ মার্চ পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই দিন বেতন পরিশোধ না করে ২৯ মার্চ বেতন দেওয়ার কথা বলে। পরেও মালিক পক্ষ বেতন না দিয়ে টালবাহানা করার কারণে আমরা আন্দোলন করছি। আন্দোলনের একপর্যায়ে আমরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুলের সামনে বিক্ষোভ করি।’
শ্রমিকেরা বলেন, ‘আমাদের ঘরে খাবার নাই। ঘর ভাড়া বাকি। পাওনা টাকার জন্য দোকানদারেরা আমাদের চাপ দিচ্ছে। বাসা ভাড়ার টাকার জন্য বাড়ি ওয়ালা বাসা ছেড়ে দিতে বলছে। তবুও আমরা কাজ করেও বেতন পাচ্ছি না।’
তাঁদের দাবি, দুই শতাধিক শ্রমিক দুই মাসের অর্ধকোটি টাকার বেশি পাবেন। দিন দিন বেতন দেওয়ার আশ্বাসে শুধুই ঘোরানো হচ্ছে।। কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পাওয়া পর্যন্ত আস্তে আস্তে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।
শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে জানতে শি অ্যান্ড হি গার্মেন্টসটির মালিক মো. শহিদুল্লাহসহ অংশীদারদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
আন্দোলন প্রসঙ্গে ডিএমপির দক্ষিণখান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি জানি। কিন্তু ওই সময় আমি ডিএমপি হেডকোয়ার্টারে একটি মিটিংয়ে ছিল। যার কারণে আমি ঘটনাস্থলে ছিলাম না।’
কতজন শ্রমিক কত মাসের বেতন পাবে? এমন প্রশ্নের জবাবে এসি রাকিবা বলেন, ‘আমি জানি। তারপরও আপনি ঘটনাস্থল থেকে সঠিক তথ্য জেনে নিন।’
দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মো. আফতাব উদ্দিন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘শি অ্যান্ড হি গার্মেন্টসের শ্রমিকেরা দুই মাসের বেতনের দাবিতে আন্দোলন করছেন। তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আমরা বাধা দিই। পরে তাঁরা এপিবিএন স্কুলের পাশেই বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।’
পরিদর্শক আফতাব উদ্দিন বলেন, ‘ওই গার্মেন্টসটির ১২০ জন শ্রমিক দুই মাসের ৪০ লাখ টাকা বেতন পাবে। আগামীকাল (রোববার) বেলা ১১টায় বেতনের জন্য বিজিএমইএর সঙ্গে শ্রমিকদের বৈঠকের কথা রয়েছে।’
আফতাব আরও বলেন, ‘গার্মেন্টসটির মালিক ১২ জন। একেকজন একেক জায়গায় রয়েছে। এক মালিক আরেক মালিকের কথা বলছেন। কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেন না। আবার সহজে কারও সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।’
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতার দাবিতে ‘শি অ্যান্ড হি’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছেন। দক্ষিণখানের কসাইবাড়ী এলাকায় আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই শতাধিক শ্রমিক আন্দোলন করেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে শান্ত করেছে।
প্রথমে বেলা ১১টার দিকে গার্মেন্টসটির সামনে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুলের সামনে বিক্ষোভ করেন। আন্দোলনকালে শ্রমিকেরা ‘মালিকের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শ্রমিকেরা এক হও, লড়াই কর’, ‘আমাদের এক দফা এক দাবি, বেতন চাই, বেতন চাই’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবাই দক্ষিণখানের কসাইবাড়ীর শি অ্যান্ড হি গার্মেন্টসের শ্রমিক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৫ মার্চ পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই দিন বেতন পরিশোধ না করে ২৯ মার্চ বেতন দেওয়ার কথা বলে। পরেও মালিক পক্ষ বেতন না দিয়ে টালবাহানা করার কারণে আমরা আন্দোলন করছি। আন্দোলনের একপর্যায়ে আমরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুলের সামনে বিক্ষোভ করি।’
শ্রমিকেরা বলেন, ‘আমাদের ঘরে খাবার নাই। ঘর ভাড়া বাকি। পাওনা টাকার জন্য দোকানদারেরা আমাদের চাপ দিচ্ছে। বাসা ভাড়ার টাকার জন্য বাড়ি ওয়ালা বাসা ছেড়ে দিতে বলছে। তবুও আমরা কাজ করেও বেতন পাচ্ছি না।’
তাঁদের দাবি, দুই শতাধিক শ্রমিক দুই মাসের অর্ধকোটি টাকার বেশি পাবেন। দিন দিন বেতন দেওয়ার আশ্বাসে শুধুই ঘোরানো হচ্ছে।। কিন্তু বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পাওয়া পর্যন্ত আস্তে আস্তে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।
শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে জানতে শি অ্যান্ড হি গার্মেন্টসটির মালিক মো. শহিদুল্লাহসহ অংশীদারদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
আন্দোলন প্রসঙ্গে ডিএমপির দক্ষিণখান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি জানি। কিন্তু ওই সময় আমি ডিএমপি হেডকোয়ার্টারে একটি মিটিংয়ে ছিল। যার কারণে আমি ঘটনাস্থলে ছিলাম না।’
কতজন শ্রমিক কত মাসের বেতন পাবে? এমন প্রশ্নের জবাবে এসি রাকিবা বলেন, ‘আমি জানি। তারপরও আপনি ঘটনাস্থল থেকে সঠিক তথ্য জেনে নিন।’
দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মো. আফতাব উদ্দিন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘শি অ্যান্ড হি গার্মেন্টসের শ্রমিকেরা দুই মাসের বেতনের দাবিতে আন্দোলন করছেন। তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আমরা বাধা দিই। পরে তাঁরা এপিবিএন স্কুলের পাশেই বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।’
পরিদর্শক আফতাব উদ্দিন বলেন, ‘ওই গার্মেন্টসটির ১২০ জন শ্রমিক দুই মাসের ৪০ লাখ টাকা বেতন পাবে। আগামীকাল (রোববার) বেলা ১১টায় বেতনের জন্য বিজিএমইএর সঙ্গে শ্রমিকদের বৈঠকের কথা রয়েছে।’
আফতাব আরও বলেন, ‘গার্মেন্টসটির মালিক ১২ জন। একেকজন একেক জায়গায় রয়েছে। এক মালিক আরেক মালিকের কথা বলছেন। কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছেন না। আবার সহজে কারও সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
২ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
২ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
২ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
২ ঘণ্টা আগে