ফরিদপুর-১ আসন: দোলনের প্রার্থিতা বাতিল, বৈধ আ.লীগের আবদুর রহমানের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৮
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে ফরিদপুর-২ আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। আগামীকাল সোমবার ফরিদপুর-৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

ফরিদপুর-১ আসনে অবৈধ ঘোষিত দুই স্বতন্ত্র প্রার্থী হলেন কৃষক লীগের সাবেক সহসভাপতি আরিফুর রহমান দোলন ও মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। তবে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করবেন তাঁরা।

এই আসন থেকে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আজ সকাল ১০টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বলেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় মাহমুদা বেগম কৃক ও প্রার্থী ঘোষণাপত্র খালি এবং স্বাক্ষর না করায় আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

তবে দোলন সাংবাদিকদের বলেন, ‘আমার সঙ্গে অবিচার করা হয়েছে। মনোনীত প্রার্থী লেখা থাকায় আমি কিছু লিখিনি। আমি তো মনোনীত প্রার্থী নই। সেখানে তো শুধু প্রার্থীর ঘোষণা লেখা নেই, লেখা হয়েছে মনোনীত প্রার্থীর ঘোষণা। প্রার্থিতা ফিরে পেতে আমি নির্বাচন কমিশন বরাবর আপিল করব।’

আসনটি থেকে বৈধ ঘোষিত পাঁচ প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান, বিএনএম মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদার, জাকের পার্টির মো. আবদুর রউফ মোল্লা ও জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামান খান।

পরে বেলা ২টায় ফরিদপুর-২ (সালথা, নগরকান্দা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আসনটি থেকে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেন মিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নুল আবেদিন বকুল মিয়া ও জাকের পার্টির মো. ফজলুল হক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত