পরিবারের কাছে ফিরল নিখোঁজ দুই শিশু

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 
প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ০৩: ০২
আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৩: ০৭

উত্তরখানে নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর দুই শিশু সন্তানকে ফিরে পেয়েছে পরিবার। নিখোঁজ দুই শিশুর নামই ইয়াসিন। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এদের একজনের বয়স চার এবং আরেকজনের বয়স ছয়। 

উত্তরখান মাদারবাড়ি এলাকার স্থানীয় লোকজন আজকের পত্রিকাকে জানান, মাদারবাড়ির হামিদ মেম্বার বাড়ির মসজিদের পাশে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ওই দুই শিশুকে পাওয়া যায়। তাঁরা কান্নাকাটি করছিল এবং বাড়ির ঠিকানা বলতে পারছিল না। পরে এলাকার বিভিন্ন মসজিদে দুই শিশু পাওয়া গেছে বলে মাইকিং করা হয়। দুই শিশুর পরিবার বিষয়টি জানতে পেরে বিকেল তিনটার দিকে এসে তাঁদের সন্তানদের নিয়ে যান। 

উত্তরখানের স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সেলিম মিয়া বলেন, দুই ইয়াসিন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। তাঁরা উত্তরখান হাইস্কুল এলাকায় পাশাপাশি থাকে। গতকাল রোববার সকাল নয়টার দিকে তাঁদের মা-বাবা কাজ করছিল। তাঁদের অজান্তেই ওরা খেলতে খেলতে বের হয়ে হারিয়ে গিয়েছিল।  
  

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত