ঢামেক প্রতিনিধি
রাজধানীর মতিঝিল এলাকায় একটি আবাসিক হোটেলে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে আবাসিক হোটেল পারাবতের ৯০৫ নম্বর কক্ষ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ওই ব্যক্তির পরিবারের মাধ্যমে খবর পেয়ে আবাসিক হোটেলটিতে গিয়ে রুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।’
তিনি আরও বলেন, ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামে। তিনি মাঝেমধ্যেই ঢাকায় আসতেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে ওঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাজধানীর মতিঝিল এলাকায় একটি আবাসিক হোটেলে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে আবাসিক হোটেল পারাবতের ৯০৫ নম্বর কক্ষ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ওই ব্যক্তির পরিবারের মাধ্যমে খবর পেয়ে আবাসিক হোটেলটিতে গিয়ে রুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।’
তিনি আরও বলেন, ওই ব্যক্তির বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামে। তিনি মাঝেমধ্যেই ঢাকায় আসতেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে ওঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছয়টি গুরুত্বপূর্ণ ভবনের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল, জিমনেশিয়াম ও নতুন-পুরাতন প্রশাসনিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৪ মিনিট আগেফতুল্লায় গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাউদ্দিন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
১৭ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগেরাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা দুটির তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আদালত এ আদেশ দিয়েছেন।
২৬ মিনিট আগে