নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন।
তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।
গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।
শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।
বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন।
তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।
গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।
শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৭ মিনিট আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
২ ঘণ্টা আগে