নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন।
তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।
গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।
শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।
বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন।
তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।
গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।
শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে