নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন—এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, এই তিনটি বই দেশের প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের পড়া উচিত।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ চ্যাপটার আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
সভায় রামেন্দু মজুমদার জানান, ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার সম্মেলনে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে রামেন্দু মজুমদার ও মফিদুল হক এই পুরস্কার ও সনদ গ্রহণ করেন এবং দেশে ফেরার পর গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, ‘এই প্রথম কোনো প্রয়াত লেখককে সংগঠনের পক্ষ থেকে এমন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। বঙ্গবন্ধুর তিনটি বই থেকে প্রত্যেক রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের বইগুলো পড়া উচিত।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে নতুন নতুন মাত্রায় আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু সাহিত্যিক হিসাবে বঙ্গবন্ধুর মূল্যায়ন অসমাপ্ত রয়ে গেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর সাহিত্যিক পরিচিতিটা তুলে ধরা।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা সাহিত্যিক হিসেবে ভাবতে পারি নাই। কিন্তু অন্যরা ঠিকই ভেবেছে এবং পুরস্কৃতও করেছে। বঙ্গবন্ধুকে এখনো বিভিন্ন দিক থেকে আবিষ্কার করা বাকি রয়ে গেছে।’
অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন—এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, এই তিনটি বই দেশের প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের পড়া উচিত।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ চ্যাপটার আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
সভায় রামেন্দু মজুমদার জানান, ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার সম্মেলনে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে রামেন্দু মজুমদার ও মফিদুল হক এই পুরস্কার ও সনদ গ্রহণ করেন এবং দেশে ফেরার পর গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, ‘এই প্রথম কোনো প্রয়াত লেখককে সংগঠনের পক্ষ থেকে এমন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। বঙ্গবন্ধুর তিনটি বই থেকে প্রত্যেক রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের বইগুলো পড়া উচিত।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে নতুন নতুন মাত্রায় আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু সাহিত্যিক হিসাবে বঙ্গবন্ধুর মূল্যায়ন অসমাপ্ত রয়ে গেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর সাহিত্যিক পরিচিতিটা তুলে ধরা।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা সাহিত্যিক হিসেবে ভাবতে পারি নাই। কিন্তু অন্যরা ঠিকই ভেবেছে এবং পুরস্কৃতও করেছে। বঙ্গবন্ধুকে এখনো বিভিন্ন দিক থেকে আবিষ্কার করা বাকি রয়ে গেছে।’
রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
৮ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে সোহরাওয়ার্দী কলেজ। সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
১৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
৩২ মিনিট আগে