দক্ষিণখানে নেশার টাকার জন্য যুবকের ‘আত্মহত্যা’ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ৫৯
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০: ০০

রাজধানীর দক্ষিণখানে নেশার জন্য টাকা না পেয়ে সাগর রহমান বিজয় (২০) নামের এক যুবক ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ১০ মিনিটের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে। 

আজ সসন্ধ্যায় দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন গাজী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

নিহত ওই যুবক শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যুগানিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি দক্ষিণখানে ভাড়া বাড়িতে মা, বাবা ও দুই বোনের সঙ্গে থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

নিহত যুবকের বাবা ইউনুছ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাগর নেশাপানি করত। যার কারণে মাঝে মাঝে কাজ করত, আবার করত না। আজকে সকালে দুইজনে এক সাথে ভাত খাই। পরে ও কাজে যায়, আমিও বের হয়ে যাই। পরে ও (ছেলে) যেই কন্টাকটরের আন্ডারে কাজ করে সে আমায় ফোন দিছে। দিয়ে বলে, ‘‘আপনার ছেলে তো কাজে আসে নাই। তখন ওর নাম্বারে ফোন দিয়ে বন্ধ পাই।’’’

ইউনুছ আলী বলেন, ‘তখন বাসায় গিয়ে দেখি, রুমের সামনে ওর জুতা। দরজার ধাক্কা দিলেও খুলে নাই। জানালা খোলা ছিল, জানালা দিয়ে দেখি ও ঝুলছে। তখন চিৎকার দিলে পাশের রুম থেকে দুই মেয়ে এসে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখতে পাই, দরজায় শিল পাডা দিয়ে চাপিয়ে রাখছিল। তখন রশি কেটে ওকে নিচে নামানো হয়।’

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী বলেন, সাগর একজন রাজমিস্ত্রি ছিলেন। গত দুই মাস পূর্বে তার স্ত্রী গর্ভবতী অবস্থায় বাবার বাড়ি শেরপুরে চলে যায়। সাগর কাজ কাম বন্ধ করে দিয়ে নেশায় জড়িয়ে পড়েছিল। নিয়মিত নেশা করতেন। নেশার জন্য প্রতিনিয়ত সে তার বাবা-মায়ের কাছে টাকা পয়সা চাইতেন। যার কারণে তার বাবা বকাঝকাও করেছিল। 

ইয়াসিন গাজী আরও বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে সাগরের রুমের বাহিরে জুতা দেখে ভেতরে প্রবেশ করে। তখন সে দেখে, টিনশেড ঘরের চালের লোহার এঙ্গেলের সাথে নাইলনের সাদা রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে তার বাবাই ঝুলন্ত লাশ নামিয়ে পুলিশে খবর দেন।’ 

পরিদর্শক ইয়াসিন গাজী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগর আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত