Ajker Patrika

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও এক ছাত্র। আজ সোমবার সকালে সদর উপজেলার বাঘাজুড়ী-মাঝিগাতি সড়কের বাঘাজুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম রনি শেখ (১৫)। সে সদর উপজেলার ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও ডালনিয়া আইএ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আহত বন্ধুর নাম জিসান শেখ।

নিহতের চাচা বোরহান শেখ জানান, সকাল ১০টার দিকে খালাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বন্ধু জিসানকে নিয়ে পাশের এলাকার নতুন রাস্তা দেখতে বের হয় রনি। বাঘাজুড়ী এলাকায় পৌঁছালে রনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। জিসান বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা মুনতাহিনা মৌরী বলেন, রনি নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে রনির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত