নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাসুদ রানা সিরিজের ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বই নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকারীরা। তাঁদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও হামিদুল মিসবাহ। রেজিস্ট্রার অব কপিরাইটসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও মো. ইফতাবুল কামাল। খুরশীদ আলম খান বলেন, ‘আদালত আপিলের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে ওই বইগুলো বেচাকেনার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন।’
এর আগে, এর আগে ২০২০ সালের ১৪ জুন কপিরাইট অফিস বইগুলোর প্রকাশ বা বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকতে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারীর প্রতি নির্দেশ দেন। পরে রেজিস্ট্রার অব কপিরাইটসের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের আগস্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই সময় রুল দিয়ে মাসুদ রানা ও কুয়াশা সিরিজের বইয়ের বিষয়ে কপিরাইট অফিসের দেওয়া আদেশ স্থগিত করেন আদালত।
চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট কাজী আনোয়ার হোসেনের করা রিট খারিজ করে রায় দেন। সেই সঙ্গে কপিরাইট অফিসের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। এ কারণে কপিরাইট অফিসের সিদ্ধান্ত বহাল থাকে। যাতে মাসুদ রানা সিরিজের ২৬০ ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমেরই মালিকানা স্বত্ব বজায় থাকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি মারা যান কাজী আনোয়ার হোসেন।
মাসুদ রানা সিরিজের ২৬০টি ও কুয়াশা সিরিজের ৫০টি বই নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকারীরা। তাঁদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও হামিদুল মিসবাহ। রেজিস্ট্রার অব কপিরাইটসের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও মো. ইফতাবুল কামাল। খুরশীদ আলম খান বলেন, ‘আদালত আপিলের অনুমতি দিয়েছেন। একই সঙ্গে ওই বইগুলো বেচাকেনার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন।’
এর আগে, এর আগে ২০২০ সালের ১৪ জুন কপিরাইট অফিস বইগুলোর প্রকাশ বা বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ করা থেকে বিরত থাকতে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারীর প্রতি নির্দেশ দেন। পরে রেজিস্ট্রার অব কপিরাইটসের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের আগস্টে রিট করেন কাজী আনোয়ার হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই সময় রুল দিয়ে মাসুদ রানা ও কুয়াশা সিরিজের বইয়ের বিষয়ে কপিরাইট অফিসের দেওয়া আদেশ স্থগিত করেন আদালত।
চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৩ ডিসেম্বর হাইকোর্ট কাজী আনোয়ার হোসেনের করা রিট খারিজ করে রায় দেন। সেই সঙ্গে কপিরাইট অফিসের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। এ কারণে কপিরাইট অফিসের সিদ্ধান্ত বহাল থাকে। যাতে মাসুদ রানা সিরিজের ২৬০ ও কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে শেখ আবদুল হাকিমেরই মালিকানা স্বত্ব বজায় থাকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি মারা যান কাজী আনোয়ার হোসেন।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৩১ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে