নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। তবে ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে গণপরিবহন চলবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট ও প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইজ করবে। কোনো মার্কেটে মাস্ক ছাড়া লোকজন ঘোরাফেরা করলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। দোকান মালিক সমিতি আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছে।
কোনো জেলার গণপরিবহন শুধু ওই জেলার মধ্যে চলতে পারবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন ঢাকার বাস শুধু ঢাকার মধ্যে চলাচল করবে। গণপরিবহনের মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হবে না। গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে। সেই নির্দেশও দেওয়া আছে।
সরকারি ছুটির বিষয়ে সচিব আনোয়ারুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো ছুটি দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিনের মধ্যে দুই দিনই পড়েছে শুক্র-শনিবার। শিল্প কারখানাগুলো এই সময়ে বন্ধ দিতে পারবে না। সরকারি অফিস এখন যেভাবে চলছে সেভাবেই চলবে।
আরও পড়ুন:
ঢাকা: চলমান লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। লকডাউনের মধ্যে আন্তঃজেলা গণপরিবহন, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। তবে ৬ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলার মধ্যে গণপরিবহন চলবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছে। তাঁদের সুপারিশের ভিত্তিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে আজ থেকে পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট ও প্রশাসন দেশের প্রত্যেকটি মার্কেট সুপারভাইজ করবে। কোনো মার্কেটে মাস্ক ছাড়া লোকজন ঘোরাফেরা করলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। দোকান মালিক সমিতি আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছে।
কোনো জেলার গণপরিবহন শুধু ওই জেলার মধ্যে চলতে পারবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেমন ঢাকার বাস শুধু ঢাকার মধ্যে চলাচল করবে। গণপরিবহনের মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনোভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হবে না। গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে বন্ধ করে দেওয়া হবে। সেই নির্দেশও দেওয়া আছে।
সরকারি ছুটির বিষয়ে সচিব আনোয়ারুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো ছুটি দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিনের মধ্যে দুই দিনই পড়েছে শুক্র-শনিবার। শিল্প কারখানাগুলো এই সময়ে বন্ধ দিতে পারবে না। সরকারি অফিস এখন যেভাবে চলছে সেভাবেই চলবে।
আরও পড়ুন:
কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তাঁরা চিৎকার শাসিয়ে শাসিয়ে বলার চেষ্টা করেন, ওই চিকিৎসকের আচরণের কারণে আজকের সংবাদ সম্মেলনের ইস্যু যেন সাংবাদিকেরা ধামাচাপা না দেন। শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যু যে চিকিৎসায় অবহেলার কারণে ঘটেনি সেটি জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল
২ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
৫ মিনিট আগেরাজশাহীতে সেনা কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগেবিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়। কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।
১২ মিনিট আগে