Ajker Patrika

খেলার মাঠ দখলের কারণ সরকারের ভুল নীতি: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলার মাঠ দখলের কারণ সরকারের ভুল নীতি: ডা. জাফরুল্লাহ

সরকারের ভুল নীতির কারণে খেলার মাঠ পুলিশ দখল করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাফরুল্লাহ চৌধুরী। উদ্বোধনের পর ফুটপাতে থাকা দোকানদার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। এই খাদ্য সামগ্রী বিতরণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক কর্মী বেতনের ৫ শতাংশ দিয়েছেন। এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেছেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণকে সেবা দেওয়া একমাত্র সরকারের দায়িত্ব না। আমাদের দেশে কোটি-খানেক ব্যবসায়ী আছেন। তাঁরা একটু দান করলে ১০ হাজার নয় ১ লাখ মানুষের মাঝে সহায়তা দিতে পারতাম।’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ভালো কাজ একা করা যায় না। ভালো কাজের জন্য সবাইকে সঙ্গে নিন।’ 

 ৫০ কোটি টাকা পেলে উন্নতমানের ক্যানসার সেন্টার করা সম্ভব উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে কতগুলো রোগ বেড়ে গেছে। তার মধ্যে ক্যানসার রোগও বেড়ে গেছে। ক্যানসার হাসপাতাল করতে সরকার ও দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে।’ 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র নামমাত্র মূল্যে কিডনি ডায়ালাইসিস করে। ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আমরা ডায়ালাইসিস দিই। অথচ এটার জন্য ভারতীয় একটা কোম্পানিকে ২৫০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। আমাদের ১ হাজার টাকা ভর্তুকি দিলে প্রতিদিন কয়েক হাজার মানুকে সেবা দিতে পারতাম।’ 

জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক শওকত আরমান, ডিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, অটোরিকশা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত